দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: বিশ্বকাপে এ গ্র“পে শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেলবোর্নে অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিুকর রহিম। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, মুশফিকুরের ইনজুরির মারাত্মক কিছু নয়। তিনি এখন শঙ্কামুক্ত।আগামী বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাই মেলবোর্নে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। কিন্তু তার মাঝেই সৃষ্টি হয় উদ্বেগের। ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিুকর রহিম।চিকিৎসার জন্য খুব দ্রুতই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া তাকে।
পরবর্তীতে এক্সরে ও স্ক্যানিং রিপোর্টে দেখা যায়, মুশফিকুরের আঙ্গুলে কোন চিড় ধরেনি। তিনি শঙ্কামুক্ত। তবে শ্রীলংকার বিপক্ষে মুশফিকুর খেলবেন কি-না তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুরের দুর্দান্ত ব্যাটিং-এ আফগানিস্তানকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৬টি চার ও ১টি ছক্কার সহায়তায় ৫৬ বলে মারমুখী ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন মুশফিকুর। তাই ম্যাচ সেরার পুরস্কারটা হাতে উঠে মুশফিকুরেরই।