qw

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: বিজিবি (তৎকালীন বিডিআর) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত হত্যাকান্ডে শহীদদের স্মরণে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি, বুধবার ষষ্ঠ শাহাদাত বার্ষিকী পালিত হবে।২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারি এই বর্বরোচিত হত্যাকান্ড সংঘটিত হয়।দিবসটি স্মরণে ২দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বুধবার বাদ ফজর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পিলখানাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যব¯’াপনায় খতমে কোরআন এবং বিজিবির সকল মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বুধবার সকাল ৯টার দিকে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি, তিন বাহিনীর প্রধানগণ (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একত্রে) শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।২৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ অংশগ্রহণ করবেন।