দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: একজন মানুষ চোখের জল মুছছেন। লাল দুই চোখে তাকাচ্ছেন চারপাশ। আবেগের তাড়না এত তীব্র যে, তাকে দেখলে মনে হবে- কোন প্রবল অশান্তি গ্রাস করেছে সমস্ত হৃদয়। আসলে টিভিতে অভিনয় দেখেই এমনটি হয়েছে তার-এমন কল্পনায় কাটে রুম্পার দিন-রাত। আহ্, আমি যদি হতাম এমন অভিনেত্রী! আসমা পাঠান রুম্পা। আমাদের পরিচিত মুখ। বিজ্ঞাপনে যেন ঝলসানো মুখ। ছোটবেলা থেকেই শুনে আসছেন লাইট, ক্যামেরা আর কাট্ শব্দগুলো। এ পর্যন্ত অ্যাড করেছেন প্রায় ৫৭ পণ্যের। বর্তমানে ব্যস্ততা তার টেলিভিশনে। একের পর এক নাটকে অভিনয় করছেন। এটিএন বাংলায় প্রচারিত, মোহন খান পরিচালিত ‘ নীড় খোঁজে গাঙচিল’ ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে তার বর্তমান ব্যস্ততা। ইতোমধ্যে নাটকটির ২০০ পর্ব প্রচারিত হয়েছে। ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে পুরোদস্তর অভিনয়েই ব্যস্ত রুম্পা। আজমল হাসেম পাঠান আর মনোয়ারা পাঠান কন্যা রুম্পা আমাদের অতি পরিচিত, জনপ্রিয় চলচ্চিত্র মুখ নায়ক ফারুক যার আপন চাচা।
একজন মানুষ অনেক। কখন হয়? যখন একই স্বপ্ন লালন করে বহুজন। আবার অনেকের মধ্যে বসবাস করে এক তীব্র আকাঙ্খা। এর সঙ্গে যখন মিশেল হয় পরিশ্রম আর চেষ্টার, তখন সেই মানুষ যেন-সেই আকাঙ্খারই তীব্র প্রকাশ। রুম্পা টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে এসে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন বহুদিন- এই প্রত্যাশা থাকলো।