দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: দেশের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে উদ্যোগী ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন অবসর প্রাপ্ত বিচারপতি ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী টি এইচ খান।সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমের সামনে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে আয়োজিত এক প্রতিকী অনশনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অ্যাডভোকেট গোলাম মোহাম্মাদ আলাল অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।টি এইচ খান বলেন, আইনজীবী সমাজ কখনো গাড়ি পোড়ানো, গাড়ি ভাঙচুর ও পেট্রোল বোমা ছুঁড়ে মারার সঙ্গে জড়িত থাকতে পারে না। তারা সব সময়ই তাদের মহান পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতির জন্য কাজ করেন। তারা কখনোই এ রকম অপরাধমূলক কাজে সম্পৃক্ত হতে পারেন না। তাই তাদের বিরুদ্ধে এ সব মামলা দায়ের করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক।
তিনি বলেন, সরকার গণতন্ত্রকে ভুলে গিয়ে আইনজীবীদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিচ্ছে। তাই সরকারকে এরকম মিথ্যা ও গণতন্ত্র বিরোধী কাজ না করার আহ্বান জানাই। কর্মসূচিতে ঢাকা বার কাউন্সিলের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়ার বাসা ও অফিসের সামনে বোমা ও ককটেল মারা হচ্ছে। পুলিশ দিয়ে নেতাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এ সময় সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।এ সময় বার নির্বাচনে জাতীয়তাবাদী প্রার্থীদের নির্বাচিত করতে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
অ্যাডভোকট রফিকুল হক তালুকদার রাজার পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ড. আরিফা জেসমিন নাহিন, গাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ প্রমুখ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বারের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ অনশন কর্মসূচি পালিত হয় বলে জানান সংশ্লিষ্টরা।