দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি: গোপালগঞ্জে ওয়াজ যাত্রীবাহী বাস খাদে পরে চাচা- ভাতিজা নিহত হয়েছেন৷ এ সময় আহত হয়েছেন আরো ৪৫ জন যাত্রী৷ আজ সোমবার বেলা পৌনে ১২ টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে৷নিহতরা হলেন চাচা আনছার শেখ ( ৭০) ও ভাতিজা মোসত্মফা শেখ (৫০)৷ নিহত ও আহতরা খুলনার বৈঠাঘাটা উপজেলার রঞ্জিতরুলা (বিরাট) গ্রামের বাসিন্দা৷
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা জনান, ৪টি বাসে করে খুলনার বৈঠাঘাটা থেকে চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন লোকজন৷ পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া নামক স্থানে পৌছালে একটি বাসের সামনের চাকার রিং ভেঙ্গে গেলে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে যায়৷ এসময় চালক বাসটি রাসত্মার পাশে খালে পানির মধ্যে ফেলে দেয়৷ এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা আনছার শেখ ( ৭০) ও মোসত্মফা শেখ (৫০) নিহত হন ও আহত হন ৪৫ জন যাত্রী৷ এর মধ্যে মারাত্মক আহত ২২ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পয়ে পুলিশ ও ফায়াস সার্ভিস এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে৷ এসময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পরে৷