2523_1

দৈনিকবার্তা-মানিকগঞ্জ, ২২ ফেব্রুয়ারি: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ পদ্মায় কার্গো’র ধাক্কায় এমভি মোস্তফা নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অর্ধশত লঞ্চ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চটি পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছিল। লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মুকতাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১২টার দিকে একটি সারবোঝাই কার্গো লঞ্চটিতে ধাক্কা দিলে এটি ডুবে যায়। লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল বলে তিনি প্রাথমিকভাবে নিশ্চিত করেন।

আবদুল মুকতাদির জানান, যাত্রীদের উদ্ধারে নৌপুলিশের পাশাপাশি রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ (আইটি-8389) কাজ করছে। তিনি জানান, উদ্ধার করার পর এক শিশুকে উপজেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এছাড়া তিন নারী ও তিন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি আরো জানান, লঞ্চডুবির পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক বার্তা দেয়া হয়েছে। উদ্ধার অভিযানে নেমেছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ আইটি।

রাজবাড়ী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান ও পুলিশ সুপার তাপতুন নাসরিন ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা গেছে বলে উদ্ধার অভিযানে ডুবুরিরা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে মাওয়া থেকে রওনা করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।