1424266467

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ২০ ফেব্রুয়ারি: ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।আহতদের মধ্যে সেনাসদস্য রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে প্রবেশের আগে শহরের কেওয়াটখালী এলাকায় রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা তিনযাত্রী পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত এক যুবক নিহত ও ২ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছে। আহত দুইজনের বাড়ি নেত্রকোনা।

কোতোয়ালি মডেল থানার এসআই আকবর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে চড়ে আসার কারণে রেলওয়ে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।