index

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ফেব্রুয়ারি: দুর্যোগপূর্ণ পরিবেশ। সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে ব্রিসবেনে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত। ফলে শনিবার গ্যাবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় ম্যাচ ভেস্তে যেতে পারে। সে ক্ষেত্রে হবে পয়েন্ট ভাগাভাগি। কিন্তু দর্শকদের কী হবে। যারা আগেই টিকিট কেটে বসে আছে।

তাদেরও চিন্তার কোন কারণ নেই। বল মাঠে না গড়ালে টিকিটের অর্থ ফেরত দেয়া হবে। শুধু তাই নয়, ২০১৫ বিশ্বকাপের আয়োজক সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, ম্যাচটি পরিত্যক্ত হলে অথবা দুই ইনিংস মিলে ২৫ ওভারের কম খেলা হলে টিকেটের টাকা ফেরত দেয়া হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আইনেও টিকেটের টাকা ফেরত দেয়ার এই নিয়ম মানা হয়। এই বিষয়ে আইসিসির ২০১৫ বিশ্বকাপ ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

শেষ পর্যন্ত ম্যাচ হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সাইক্লোনের আঘাতে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চিন্তায় রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে মাঠে নামার কথা চোট কাটিয়ে ওঠা ক্লার্কের। ম্যাচটি হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও তার দল পুরোপুরি প্রস্তুত বলে জানান ক্লার্ক। তবে এই মুহূর্তে তাদের ভাবনা জুড়ে আছে শুধুই এখানকার মানুষ। পূর্বাভাস অবশ্যই ভালো নয়ৃ এই মুহূর্তে আমাদের মূল ভাবনা কুইন্সল্যান্ডের মানুষদের নিয়ে বলেছেন অস্ট্রেলিয়ান কাপ্তান।