দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ২০ ফেব্রুয়ারি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এসএসসি পরীক্ষা কেন্দ্রে শুক্রবারের গণিত পরীক্ষায় এক ক্যাজুয়াল ছাত্রীকে নকল সরবরাহের সময় কক্ষ পরিদর্শক ছানোয়ার হোসেনকে হাতে নাতে আটক করে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোঃ শামসুজ্জামান।
পরে ওই কেন্দ্রের কেন্দ্র সচীব কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান ও কক্ষ পরিদর্শক ছানোয়ারকে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের কার্যালয়ে নিয়ে হাজির হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে কেন্দ্র সচীব ফেরদৌস রহমানকে আজীবন পাবলীক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি ও নকল সরবরাহকারী শিক্ষক ছানোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোঃ শামসুজ্জামান। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।