দৈনিকবার্তা-ঠাকুরগাঁও ২০ ফেব্রুয়ারি: ঠাকুরগাঁওয়ে ১৪ দলের বিক্ষোভ মিছিল শেষে স্বেচ্ছাসেবক লীগের দু’গ্র“পের কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুদ্ধ কর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতৃতাধীন ২০ দলের হরতাল-অবরোধের নামে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের ১৪ দল শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহবান করে।
আজ শুক্রবার বিকেল ৪ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য প্রদানের জন্য স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নাম ঘোষণা করলে বিপক্ষ গ্র“প তাঁর প্রতিবাদ করে।
এ নিয়ে দু’গ্র“পের কর্মীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় তারা আওয়ামীলীগ কার্যালয়ের ভিতরে এলোপাথারী সকল নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং আওয়ামীলীগ কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোস্তাক আলম টুলু, জুলফিকার আলী ভুট্ট, জেলা যুবলীগের সাধারণ আব্দুল মজিদ আপেল সহ ২০ জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে বিরাজ করছে। ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।