গোপালগঞ্জ

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২০ ফেব্রুয়ারি: গোপালগঞ্জের কাশিয়ানীতে শতাধিক অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে নির্বাহী ম্যাজিট্রেট স্নেহাশীষ দাস অভিযান চালিয়ে এসকল অবৈধ দোকানঘর উচ্ছেদ করেন। জানাগেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোল চত্বরে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যবসায়ীরা সরকারি জায়গা দখল করে ঘর তুলে ব্যবসা করে আসছিল। তাদের এসকল অবৈধ স্থপনা সরিয়ে নেয়ার জন্য বারবার সরকারিভাবে তাগিদ দেওয়া হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি।

ফলে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়। এর মধ্যে রুহুল আমিনের ১৮টি, লুৎফর রহমান লুথু খানের ১০টি, ওমর খানের ৮টি, জাকির মেম্বরের ৫টি, নন্টু শরীফের ৫টি, রেজাউল শরীফের ৫টি, জুয়েল সরদারের ৮টিসহ শতাধিক অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।