দৈনিকবার্তা-ঢাকা, ২০ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার উপকূলে শুক্রবার দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ে বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে বিদ্যুৎ লাইনে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। উপকূলীয় এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ভোররাতে কুইন্সল্যান্ড উপকূলে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় মার্সিয়া আঘাত হানে। মার্সিয়া পাঁচ ক্যাটাগরি ঝড়ের শক্তি নিয়ে আছড়ে পড়লেও এখন তা তিন ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে ভারী বর্ষণ ও অস্বাভাবিক বিশাল ঢেউয়ের পূর্বাভাস দেয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টা পরই আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যাম উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। এর আঘাতে এলচো দ্বীপের কাছে আদিবাসী-অধ্যুষিত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এটি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে গেছে।
তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ল্যাম চার ক্যাটাগরি ঝড়ের শক্তি নিয়ে আছড়ে পড়লেও এখন তা দুই ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে এবং এটি স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, মার্সিয়া দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্সিয়ার প্রভাবে ইয়েপুন ও রকহ্যাম্পটনে ঘন্টায় ২০৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কর্তৃপক্ষ নির্দেশ দিলেই দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়া আকস্মিক বিশাল ঢেউ এবং বন্যার আশংকা করা হচ্ছে।