benjir-ahmed-rab-dg

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘেœ পালনের লক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে এ কথা বলেন।এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ ও সহকারি পরিচালক মাকসুদ আহমেদ উপস্থিত ছিলেন।ডিজি বলেন, শহীদ মিনার এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। একই সঙ্গে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে ছদ্মবেশে ও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা নজরদারী করবে।

তাছাড়া র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাব ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রম পরিচালনা করবে।প্র¯‘ত থাকবে স্ট্রাইকিং ফোর্সও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের জন্য জনসমাগম হবে। এদিন হরতাল-অবরোধ থাকা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আশা করি হরতাল-অবরোধকারীদের শুভ বুদ্ধির উদয় হবে। যাতে সাধারণ মানুষ দিবসটি পালন করতে পারেন।র‌্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, অন্যান্য মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিদেশী অতিথিবৃন্দ এবং সাধারণ জনগণ।এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব রাজধানী ঢাকাসহ সারা দেশে ৮ হাজার সদস্য মোতায়েন করবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২১ ফেব্রুয়ারি নির্বিঘেœ পালনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা ভিআইপি, ভিভিআইপিসহ সর্বস্তরেরর জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার দুপুর পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র সুর্নিদিষ্ট স্টিকার সম্বলিত যানবাহন ওই এলাকায় প্রবেশ করতে পারবে।