দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: নতুন বছরে ছন্দ হারালেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই জয়ের ধারা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। শালকেকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দেয়ার পাশাপাশি প্রতিযোগিতায় টানা জয়ের রেকর্ড ছুঁয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার রাতে সেরা ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাবটিকে ২-০ গোলে হারায় রিয়াল। এই জয় দিয়ে ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের গড়া টানা ১০ জয়ের রেকর্ড স্পর্শ করলো ইউরোপের সফলতম ক্লাবটি।
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রে থেকে ছিটকে পড়া এবং প্রতিবেশী দলটির মাঠেই লিগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার লজ্জা, সবমিলে সময়টা বড্ড খারাপ যাচ্ছিল রিয়ালের। তবে কার্লো আনচেলত্তির আশা ছিল, চ্যাম্পিয়ন্স লিগে চিরচেনা রূপে ফিরবে তার দল। কোচকে হতাশ করেননি রোনালদো, বেল, বেনজেমারা।শালকের মাঠে ম্যাচের শুরুতে অবশ্য কঠিন পরীক্ষায় পড়ে রিয়াল। বল দখলে রাখতেই হিমশিম খেতে হচ্ছিল তাদের। প্রথম ২৫ মিনিটে ভালো কোনো আক্রমণই করতে পারেনি তারা। এরপরই ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়নরা, ২৬তম মিনিটে রোনালদোর গোলে এগিয়েও যায় তারা। ডান দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার দানি কারবাহালের দারুণ ক্রসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী।এটা ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রিয়ালের হয়ে ৫৮ ম্যাচে রোনালদোর ৫৮তম গোল।
একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবেক তারকা রাউল গনসালেসকে ছুঁলেন রোনালদো। এই প্রতিযোগিতায় দুজনেরই গোলসংখ্যা ৭১টি। শীর্ষে থাকা লিওনেল মেসির গোল ৭৪টি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টা আক্রমণে অতিথিদের ভালোই জবাব দিতে থাকে শালকে। প্রথম ১০ মিনিটে দারুণ গোছানো আক্রমণে দুইবার রিয়ালের ডি বক্সেও ঢুকে পড়ে স্বাগতিকরা, কিন্তু গোলের দেখা পায়নি তারা।৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পেয়েছিলেন ইসকো। কিন্তু ডান দিক থেকে নেয়া তার জোরালো শট বারের উপর দিয়ে চলে যায়।
দুই মিনিট পরেই ডি বক্সের অনেকখানি বাইরে থেকে নেয়া শালকের জার্মান স্ট্রাইকার ফেলিক্স প্লাটের শট বারে লাগলে বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। ফিরতি বল থেকেও গোল পেতে পারতো স্বাগতিকরা, কিন্তু জাপানের ডিফেন্ডার আতসুতো উচিদা ঠিকমতো শট নিতে পারেননি। অবেশেষে ৭৯তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়ালের জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন মার্সেলো। রোনালদোর বাড়ানো বল নিয়ে ডি বক্সের বাইরে কিছুটা আড়াআড়ি দৌড়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।আগামী ১০ মার্চ ফিরতি লেগে শালকেকে আতিথ্য দেবে রিয়াল।সুইজারল্যান্ডের ক্লাব বাসেল ও পর্তুগালের দল পোর্তোর মধ্যে হওয়া দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।