দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: শুকিয়ে যাওয়া তিস্তা নদীর অববাহিকার লাখো মানুষ এখন চাতক পাখির মতো ফটিক জলের আশায় বুক বেঁধেছেন। এবার তারা আশাহত হতে চান না। চাইছে বেদনার বালুচরটি পরিপূর্ণভাবে পানিতে ভরে উঠুক। ভারতের তৃণমুল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনদিনের সফরে বাংলাদেশ আসছেন।
এখবর এখন তিস্তা অববাহিকার চারদিকে ছড়িয়ে পড়েছে। চলছে আলোচনার ঝড়। সবার আশা এবার মমতা দিদির মমতা হবে। ২০১১ সালের মতো নিরাশ করবে না। তিস্তাপাড়ের মানুষগুলো তাদের আশা নিয়ে আছেন এবার তিস্তার পানি চুক্তির সমাধান করবেন। মমতার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই খবরও তাদের কাছে আছে। সূত্র জানায়, মমতার বাংলাদেশ সফরের সফলতার পর মার্চে আসবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তখন ঝুলে থাকা তিস্তা পানি চুক্তি, সীমান্ত চুক্তিসহ সকল সমস্যার চুক্তির মাধ্যমে সমাধান টানবেন তিনি। এদিকে তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়ায় সেচ নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। সংকটে পড়েছেন মাছ ধরা জেলেরাও। পানি সমস্যার সমাধান না হলে দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প কার্যত অচল হয়ে পড়বে বলে অনেকে মনে করছেন।