দৈনিকবার্তা-সিলেট ১৯ ফেব্রুয়ারি: ‘পুড়ছে মানুষ, জ্বলছে দেশ; চাই না এমন বাংলাদেশ’ এই শ্লোগান ব্যানারে লিখে অব্যাহত সহিংসতার বিরুদ্ধে এবং পেট্রোল বোমা সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে সিলেট শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ সিলেট জেলা শাখার নেতাকর্মী ও জাগ্রত জনতা।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন, সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজনিন আক্তার কনা, সাধারন সম্পাদক তাসনিহ বিনতে স্বর্না, মানবাধিকারকর্মী ফারজানা আক্তার, ফাহমিদা আক্তার, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন সোহেল, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ এম নিজাম উদ্দীন, সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামাত পরিকল্পিত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যার বহিঃপ্রকাশ জ্বালাও-পুড়াও। তারা পেট্রোল বোমায় জন-জীবনকে হুমকির মধ্যে রেখেছে।
তারা আরও বলেন, পাকিস্তান-আফগানিস্তানের মতই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। পেট্রোল বোমা সন্ত্রাসীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস, আলকায়দা, বোকোহারাম’র মত আগুনে জ্বলসে দেশের নিরিহ মানুষকে পুড়িয়ে মারছে।
উক্ত মানববন্ধনে বক্তরা আরও বলেন, প্রয়োজনে সংসদে আইন পাস করে এইসব বর্বর পেট্রোল বোমা সন্ত্রাসীদের ফাঁসির বিধান নিশ্চিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহন করতে হবে।
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ সিলেট জেলা শাখার আহবায়ক মাহমুদুল করিম নেওয়াজের সভাপতিত্বে মারুফা আক্তার মাধবির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফারজানা ফাহমিদা, সোহেল আহম্মেদ মুন্না, ফয়সাল আহম্মেদ, ইসতিয়াক চৌধুরী, ম্যাক মুরাদ, জাকারিয়া মাহমুদ, কোমল কান্তি শর্মা, কাউসার আহম্মেদ, রাজেস সরকার, রাজীব তরফদার, পলাশ দত্ত, শাহীনূল, সম্রাট খান, ভাস্কর ভট্টাচার্য, রনি খান, জয় প্রকাশ চক্রবর্তী, নাজমুল হোসেন সাহাদাত, তুষার খান, রুবেল আহম্মেদ, হুমায়ূন, খালেদ, কামরুল হাসান, রুবেল তারফদার জনি, অমিত দেবনাথ, প্রীতম চৌধুরী দিপ সহ কবি, সাহিত্যিক, লেখক, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বাধীনতার সপক্ষের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।