দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, সরকার কোনো বাধা দেবে না।তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, সরকার কোন বাধা দেবে না। জনগনের জানমালের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের। তাই বিএনপি যদি নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে জনগনের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে।
নাসিম বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবে আন্দোলনের নামে নাশকতা-মানবতার বিরুদ্ধে দানবতা রুখে দাঁড়াও জনতা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশন এই মতবিনিময় সভার আয়োজন করে।সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, সংগঠনের কার্যকরী সভাপতি অধ্যক্ষ মো. মোজাম্মেল হক সরকার বকুল, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, হালুয়া ঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক খান প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শান্তিপূর্ণ মিছিল মিটিং ও সমাবেশ করতে চাইলে বিএনপিকে বাধা দেওয়া হবে না। মোহাম্মদ নাসিম বলেন, সহিংস আন্দোলন বন্ধ করতে যা যা করা দরকার, সরকার তাই করবে। আপনারা মিছিল-মিটিং করেন কেউ বাধা দেবে না। আন্ডারগ্রাউন্ড থেকে বিবৃতি দিচ্ছেন। আপনারা রাজনৈতিক কৌশলে হেরে গেছেন। এখন নির্বাচনের কথা বলে কোন লাভ হবে না।
জতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানিয়ে দেয়া চিঠি প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল যা বলে তা ভেবে চিন্তে বলে। বিদেশিরা সংলাপের আহ্বান জানাতেই পারেন। কিন্তু যারা আন্দোলনের নামে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, তাদের সঙ্গে কোনো সংলাপ ও আলোচনা হবে না।
বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের বারোটা বাজিয়ে দিয়েছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, হরতাল অবরোধের নামে দেশে তামাশা চলছে। আন্দোলন করা কোনো অপরাধ নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আন্দোলনের নামে বোমা মেরে মানুষ হত্যা করা। মোহাম্মদ নাসিম বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি-জামায়াত সহিংস আন্দোলনের পথ কেনো বেছে নিয়েছে, এটা আমার প্রশ্ন? আমরাও আন্দোলন করেছি। রাজপথে মার খেয়েছি।
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সহিংস আন্দোলন বন্ধ করতে যা যা করা দরকার, সরকার তাই করবে। আপনারা মিছিল-মিটিং করেন কেউ বাধা দেবে না। আন্ডারগ্রাউন্ড থেকে বিবৃতি দিচ্ছেন। আপনারা রাজনৈতিক কৌশলে হেরে গেছেন। এখন নির্বাচনের কথা বলে কোনো লাভ হবে না।
নাসিম বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল যা বলে তা ভেবে চিন্তে বলে। বিদেশিরা সংলাপের আহ্বান জানাতেই পারেন। কিন্তু যারা আন্দোলনের নামে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, তাদের সঙ্গে কোনো সংলাপ ও আলোচনা হবে না।