আটক

দৈনিকবার্তা-গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি: গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি’র ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে আটজন এবং কালিয়াকৈর থানা এলাকা থেকে চারজন বিএনপি কর্মীকে আটক করেছে।