আগুনে পুড়েছে মনোহরি দোকান

দৈনিকবার্তা-গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি: গাজীপুর মহানগরের ছয়দানা দেওলিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডে ৫টি মনোহরি দোকান পুড়ে গেছে। এঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহানগরের ছয়দানার দেওলিয়া বাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ৫টি মনোহরি দোকান ও মালামাল পুড়ে গেছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।