দৈনিকবার্তা-গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি: গাজীপুরের কালীগঞ্জে বৃহস্পতিবার উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত একর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়য়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম ইমদাদুল হক। উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরার পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অন্যদের উপস্থিত মধ্যে ছিলেন- উপজেলা সহকারী কমিশনা (ভূমি) শারমিন আক্তার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম দেওয়ান, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমির হামজা, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শাহ আলম শেখ প্রমুখ। পরে সফল উদ্যোক্তা, প্রশিক্ষনার্থী ও ঋণ গ্রহীতাদের মধ্যে মুক্ত আলোচনাসহ উন্নয়নের বিভিন্ন সুপারিশ শেষে উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এদিকে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্থায়নে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।