দৈনিকবার্তা-গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি: নবীনদের পদচারণায় এখন মুখরিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গাজীপুর ক্যাম্পাাস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে ডুয়েটের ২০১৩-২০১৪ সেশনের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং /বিআর্ক প্রোগ্রামের অরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান।
নবীনদের এ অরিয়েন্টেশন অনুষ্ঠানে এসে শিক্ষা সচিব বলেন, আমাদের প্রকৌশলীদের স্লোগান হওয়া দরকার- ‘চাকরি নেব না, আমরা চাকরি দেবো’। আজকের দুনিয়া প্রকৌশল ও প্রযুক্তির দুনিয়া। অথচ আমাদের দেশে প্রকৌশলে গ্রাজুয়েট খুবই কম। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চাইলে উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বাড়ানোর ক্ষমতা রাখে একমাত্র প্রকৌশলীরা। তিনি আরো বলেন, প্রকৌশলীদের শুধুমাত্র চাকরি করার চিন্তায় বিভোর থাকলে হবে না, তাদের সৃষ্টি করে দেখাতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতেও হবে। প্রকৌশলীরা সৃষ্টির আনন্দ উপভোগ করতে বলে তিনি মন্তব্য করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কারিগরি শিক্ষার উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি ডুয়েটকে নতুন নতুন যগোপযোগী বিশেষায়িত বিভাগ খোলার পরামর্শ দেন। এর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
ডুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের সকল ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ডুয়েট। আর হরতাল, অবরোধের মধ্যেও এখানে ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম চলায় এটি একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি নবীন শিক্ষার্র্থীদের যথাসময়ে পাঠক্রম শেষ করার জন্য আপাতত রাজনৈতিক অবস্থান থেকে দুরে থাকার আহবান জানান। অরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী , শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।