haiti_63465

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে বার্ষিক উত্‍সব চলাকালে দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে৷ আহত হয়েছে আরো ৭৮ জন৷বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে৷ এরপর উত্‍সব বাতিল করে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার৷

মঙ্গলবার বার্ষিক এ উত্‍সবের তৃতীয় ও শেষ দিন ছিল৷ উত্‍সবে হাজার হাজার লোক অংশ নেয়৷ একপর্যায়ে উত্‍সবের একটি মঞ্চে উচ্চক্ষমতার বৈদু্যতিক লাইন খুলে পড়ে৷ এতে বিদু্যত্‍স্পষ্ট হয়ে এবং আতঙ্কে ও হুড়োহুড়িতে হতাহতের এ ঘটনা ঘটে৷ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, রাতের উত্‍সবের এক পর্যায়ে ফ্যান্টম নামের জনপ্রিয় এক সঙ্গীত শিল্পী উচ্চ-ভোল্টেজের বৈদু্যতিক তারে জড়িয়ে যাচ্ছেন এবং সেখানে থেকে আলোর ঝলকানিসহ অগি্নস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে৷প্রত্যক্ষদর্শীরা জানায়, গায়ক বৈদু্যতিক ক্যাবলে আটকে যাওয়ার পর আতঙ্কিত দর্শকের হুড়োহুড়িতে অধিকাংশ মানুষ হতাহত হয়েছে৷

আহতদের মধ্যে ব্যারিকেড ক্রু নামের ব্যান্ড দলের সদস্য ফ্যান্টমও আছেন৷ তার শারীরিক অবস্থা গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে শিল্পীর বন্ধুদের একজন৷ঘটনার পরপর এক সংবাদ সম্মেলনে শেষদিনের উত্‍সব বাতিল ঘোষণা করে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ইভান্স পল৷হাইতির প্রেসিডেন্ট মাইকেল মার্শেলি এক টুইটার বার্তায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান৷ দেশটির ফাস্টলেডি সোফিয়া মার্শেলি আহতদের দেখতে হাসপাতালে যান৷