দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: যশোরের মনিরামপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জামায়াতে ইসলামীর দুই কর্মী নিহত হয়েছে৷এরা হলেন জয়পুর গ্রামের আবু সাঈদ ও বজলুর রহমান৷এ সময় মনিরামপুর থানার এস আই তাসমিমসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন৷
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ম্ঙ্গলবার বিকেলে জয়পুর বাজার থেকে জামাতকর্মী আবু সাঈদ ও বজলুর রহমানকে পুলিশ আটক করে৷ তাদের স্বীকারোক্তিতে রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে বেগারিতলায় তাদের সঙ্গীরা পুলিশের ওপর চড়াও হয়৷ এ সময় উভয় পৰের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়৷ এক পর্যায়ে আবু সাঈদ ও বজলুর রহমানও হামলাকারিদের গুলিতে আহত হলে তাদেরকে দ্রম্নত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা করেন৷ এ সময় মনিরামপুর থানার এস আই তাসমিম সহ ৪ পুলিশ সদস্য আহত হয়৷ তারাও মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিত্সা নিয়েছে৷
ওসি মোল্যা খবির উদ্দিন আরো জানান, বন্দুক যুদ্ধের পর বেগারিতলা থেকে ১২টি পেট্রোল বোমা,৯টি ককটেল, ১টি পিসত্মল ২ রাউন্ড গুলি, ১টি ওয়ানশুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে৷ আটক জামায়াত কর্মী আবু সাঈদ ও বজলুর রহমান পুলিশকে জানিয়েছিল তেিদর কাছে বিপুল পরিমান বোমা ও অস্ত্র মজুদ রয়েছে৷ সেই তথ্যানুজায়িই পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়৷