sahadat

দৈনিকবার্তা-হাজারীবাগ (ঢাকা) ১৮ ফেব্রুয়ারি: চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বাউড়া গ্রামের এমরান হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (১৫) গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছে। গত এক মাস ধরে হাজারীবাগস্থ সনাতনগড় বৌ বাজারের ৪৭/৬, মেসার্স ওয়ালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করে আসছিল। কিন্তু গতকাল আনুমানিক বেলা ১১ টার সময় কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসা বা কর্মস্থলে ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। তবে খোঁজা অব্যহত রয়েছে। তার গায়ের রঙ শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি। এ ব্যাপারে হাজারিবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়রি নং-৮১৮, তারিখ-১৮.০২.২০১৫। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা জনাব মো. ওয়ালি উল্লাহ এর ০১৮১৭১১১২৩৩ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।