fb_69534-300x169

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: চলমান রাজনৈতিক সংকটে ৪৪ দিন যাবত্‍ রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে বিভিন্ন রাষ্ট্রের ঢাকাস্থ কূটনীতিকদের জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই৷বুধবার ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক সভায় একথা বলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ৷ হোটেল সোনারগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হয়৷

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনে দেশের বর্তমান অবস্থা, ব্যবসার পরিবেশ ও অর্থনীতির ক্ষতির পরিমাণ বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করতে এ সভার আয়োজন করে এফবিসিসিআই৷এসময় বলা হয়, গত ৪৪ দিনের অবরোধ-হরতালে ১ লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবাসয়ীদের৷ ৮৮ জন মানুষ নিহত হয়েছে বলেও কূটনীতিকদের জানানো হয়৷

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা অগ্রযাত্রাকে ব্যাহত করছে৷ গত ৪৪ দিনের হরতাল ও অবরোধে এক লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে৷ তবে হরতাল অবরোধের মধ্যে কারখানা সচল রয়েছে৷

বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কথা বলেন, ৷রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতসহ প্রায় ২৮টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বৈঠকে অংশ নেন৷এসময় দেশে চলমান সঙ্কটের ফলে সৃষ্ট সমস্যা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সমাধানের তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট৷

কাজী আকরাম বাংলাদেশের অগ্রযাত্রার পরিসংখ্যান তুলে ধরে বলেন, গোটা অর্থনীতি গত কয়েক বছর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল৷ কয়েকটি রাজনৈতিক দলের সহিংস কর্মসূচির কারণে অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে৷ চলতি বছরের শুরু থেকে চলমান সহিংসতায় জাতীয় অর্থনীতি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই সময়ে অনেক সম্পদ ও কর্মসংস্থানের ক্ষতি হয়েছে৷ ঢাকাকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে একটানা হরতাল ও অবরোধের কারণে উত্‍পাদন ও সরবরাহ লাইন ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷গত ৪৪ দিন যাবত ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন৷ এই হরতাল অবরোধে দেশের ক্ষতির পরিমাণ ১ লাখ কোটি টাকা বলে তিনি উল্লেখ্ করেন৷

তিনি বলেন, গত ৫ জানুয়ারি থেকে চলমান এই সহিংসতায় শিশুসহ ৮৮ জন সাধারণ মানুষ মারা গেছে৷ ২০০ মানুষ অগি্নদগ্ধ হয়েছে৷ ৫ হাজার যানবাহনে আগুন দেওয়া হয়েছে৷ চলমান পরিস্থিতির কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে৷ নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে৷ দিনমজুর, কৃষক, শ্রমিক সবাই বেকার হয়ে পড়েছে৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷এসময় তিনি এই দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব বলে মন্তব্য করে বলেন, আশা করছি অচিরেই অর্থনৈতিক কার্যক্রম দ্রুত সচল হবে৷