দৈনিকবার্তা-গাজীপুর, ১৮ ফেব্রুয়ারি: তাবলীগ জামাতের কাকরাইলের মুরব্বী ওয়াসিকুল ইসলামের বিরুদ্ধে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বুধবার সকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭জন মুসুল্লী জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। এ দাবী করেছেন তাবলীগ ওয়াসিকুল ইসলামের প্রতিপক্ষের মাহমুদুল হাসান। আহতদের মধ্যে জাকারিয়া ও আজাহারসহ তিনজনকে টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় ইজতেমা ময়দানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাঠে হামলার শিকার তাবলীগ সাথী মাহমুদুর রহমান টিপু ঘটনার সাংবাদিকদের জানান তারা দীর্ঘ দিন যাবত তাবলীগ জামাতের কাকরাইলের মুরব্বী ওয়াসিকুল ইসলামের নানা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ইজতেমা ময়দানে চিল্লাধারী মুসল্লীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট প্রচারের সময় ওয়াসিকুল ইসলামের অনুসারীরা তাদের সাথে প্রথমে বাকবিতন্ডা ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে ৭ জন আহত হয়। তাদের অভিযোগ,কাকরাইলের মুরব্বী ওয়াসিকুল ইসলাম তাবলীগ ও বিশ্ব ইজতেমার নাম ভাঙ্গিয়ে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান হিসেবে কোটি কোটি টাকার অনুদান আত্মসাৎ করেন।