দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নাশকতাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ বিচার করার জন্য যথেষ্ট আইন আছে৷ মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যবস্থা নেওয়া হবে৷ যারা মানুষ খুনের মতো জঘন্য কাজ করে, তাদের শাস্তি হবেই৷বুধবার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন৷খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, মামলা হয়েছে, মামলা আপন গতিতে চলবে৷ খুনের দায় তিনি এড়াতে পারবেন না৷ এ ধরনের অপরাধ বিনা বিচারে যেতে পারে না৷ অন্যায় বরদাশত করা হবে না৷ এর বিচার হবেই৷ বিচার না হলে দেশ ধ্বংসের দিকে যাবে৷
শেখ হাসিনা বলেন, অবৈধ ক্ষমতা দখলকারীদের হাতে বিএনপির জন্ম৷ হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি দল হিসেবে থাকে না৷ কিন্তু ইসির নিবন্ধিত দল হিসেবে তারা এখনো রাজনীতি করছে৷ তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে বাস, ট্রাক, ট্রেনে আগুন দিয়েছিল৷ এখন এসবের পাশাপাশি মানুষ পুড়িয়ে মারছে, হরতাল দিচ্ছে৷ হরতাল কোথায় হচ্ছে? রাস্তায় যানজট৷ তবুও মানুষ আতঙ্কে৷ কারণ তিনি মানুষ পুড়িয়ে মারছেন৷ তিনি এখন মানুষ মারার মোহে মোহিত, বিভোর৷ হুকুমের পর হুকুম দিয়ে যাচ্ছেন৷ একের পর এক বীভত্স ঘটনা ঘটাচ্ছেন৷
বিশেষ আদালত করে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না শামীম ওসমানের এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কুকুর কামড় দিলে আমরা তো কুকুরকে কামড় দিতে পারি না৷পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হিযবুত তাহরীরকে অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে৷ যে কারণে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেনি৷ এখন খালেদা জিয়ার কর্মকাণ্ডে হিযবুত তাহরীরের তত্পরতা বেড়েছে৷ খালেদা-হিযবুত তাহরীর একই সূত্রে গাঁথা৷ ১১ ফেব্রুয়ারি ডেইলি স্টার-এ তৃতীয় পৃষ্ঠায় হিযবুত তাহরীরের একটি পোস্টার বিশাল করে ছাপানো হয়েছে৷ পোস্টারটি বাংলা মটরের এক কোনায় সাঁটানো ছিল, যা কেউ পড়তই না৷ পজিটিভ অথবা নেগেটিভ, যেভাবে লিখুক না কেন, এটা বিশাল আকারে ছাপানো হিযবুত-তাহরীরকে মদদ দেওয়ার শামিল৷ যারা পোস্টার ছাপিয়ে মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷
যারা দেশব্যাপী নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদের বিচার হবেই৷ কারা এর সঙ্গে জড়িত তা ইতোমধ্যে জানা গেছে৷ নাশকতাকারী সন্দেহে যারা আটক তাদের জবানবন্দি থেকেই এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জাতীয় সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইনেই নাশকতার বিচার করার ক্ষমতা রয়েছে৷ তবে বিচার যেন দ্রুত হয় সেজন্য আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবো৷
খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন৷ তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হবে৷খুনের দায় এড়াতে পারবেন না খালেদা জিয়া সংসদে বললেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পত্র-পত্রিকা যখন কোনো জিনিস ছাপায় বা কিছু করে, কোনটা নিষিদ্ধ বা কোনটা নিষিদ্ধ না, কাদের দ্বারা দেশের ক্ষতি পারে এ ধরণের কোনো জিনিস তাদের করা উচিত না৷ কেন এটা করছে আমার কাছে বোধগম্য না৷ আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি৷ এই হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে যারা এদের মদদ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গে উসকানি দেওয়া হয়েছে অভিযোগ তুলে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী৷গত ১১ ফেব্রুয়ারি ফ্যানাটিকস রেইজ দেয়ার আগলি হেড অ্যাগেইন শিরোনামে পপ্রতবেদনে হিযবুত তাহরীরের একটি পোস্টার ছাপিয়েছিল ডেইলি স্টার৷