img-single_23069sakib

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করলেন সাকিব আল হাসান৷চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার আফগানিসত্মানের এ কৃতিত্ব অর্জন করেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব৷ক্যানবেরার মানুকা ওভালে নিজের ১৪২তম ম্যাচের ৩৭তম ওভারে প্রতিপৰের আফতাব আলমের বলে বাউন্ডারি হাকিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি৷টস জয়ী বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে সবক’টি উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রান করেন৷ ওয়ানডে ক্রিকেটে ৬ সেঞ্চুরি এবং ২৭তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে হামিদ হাসানের বলে সরাসরি বোল্ড আউট হওয়ার আগে ৬৩ রান করেন সাকিব৷