দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি লংঘনের নিন্দা জানিয়েছেন এবং এর জন্য রাশিয়াকে চড়া মূল্য দেয়ার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন৷ হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের দেবালতসেভ শহরের ভেতরে ও চারপাশে রুশ বাহিনীর সহায়তায় বিচিছন্নতাবাদীদের অস্ত্রবিরতি লংঘনের তীব্র নিন্দা জানিয়েছেন বাইডেন৷ এর আগে মার্কিন নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কর সঙ্গে কথা বলেন৷রুশপন্থী বিদ্রোহী ও সরকারি সৈন্যদের মধ্যে যুদ্ধ বন্ধে বেলারুশের রাজধানী মিনস্কে গত সপ্তাহে ফ্রান্স, জার্মানী, রাশিয়া ও ইউক্রেনের নেতারা একটি অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হন৷ তবে বিচ্ছিন্নতাবাদীরা মঙ্গলবার অস্ত্রবিরতি লংঘন করে দেবালতসেভ শহরে গোলাবর্ষন করে৷
ইউক্রেনে রাশিয়াপন্থী সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর গত ফেব্রম্নয়ারিতে গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচু্যত হন৷ এরপর গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোন্যেস্ক ও লুহানস্কতে রাশিয়াপন্থী বিদ্রোহ শুরম্ন হয়৷ এর কয়েক সপ্তাহ আগে এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর রুশ ফেডারেশনে যুক্ত হয়৷ইউক্রেন সরকার ও পূর্বাঞ্চলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যনত্ম ৫ হাজার ৪শ’ জনের বেশি নিহত হয়েছে৷
পশ্চিমারা রাশিয়ার বিরম্নদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র ও সৈন্য নিয়ে সাহায্যের অভিযোগ করেছে৷ তবে ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখান করেছে৷হেয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি স্বাৰরিত মিনস্ক চুক্তি অব্যাহতভাবে লংঘন করলে রাশিয়াকে এর চড়া মূল্য দিতে হবে৷ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসইসি) পর্যবেৰকদের দেবালতসেভ শহরে ঢুকতে রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীদের প্রতিবন্ধকতা সৃষ্টিরও তীব্র নিন্দা জানান বাইডেন৷