দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, জনগণের বৈধ গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম বলে চালিয়ে দেওয়ার প্রচারযুদ্ধ শুরু করেছে অবৈধ সরকার৷তিনি দাবি করেন, পেট্রোল বোমায় আক্রান্ত মানুষের আর্তনাদকে পুঁজি করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি অর্জনের আওয়ামী ভণ্ডামি জনগণের সামনে উন্মোচিত হয়েছে অনেক আগেই৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘নির্মম পরিণতির কারণ বিশ্লেষণ করার পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ৷প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বুধবার এক বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিন, পিতার নির্মম পরিণতির কারণ বিশ্লেষণ করুন, গণহত্যা বন্ধ করুন৷ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দ্রুত পদত্যাগ করুন৷ তবেই জনগণ আপনার নিরাপদ অবতরণের বিষয়টি সহানুভ