নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান-2

দৈনিকবার্তা-পীরগঞ্জ (রংপুর), ১৭ ফেব্রুয়ারি: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০ দলের বিষাক্ত ছোবলে দেশের মানুষ পুড়ে যাচ্ছে। দানবের সঙ্গে মানবের কোন সংলাপ হতে পারে না। সন্ত্রাসীদের সাথে কিসের সংলাপ, যারা হরতাল-অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে এদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায় তাদের সাথে কোন সংলাপ নয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মধ্যযুগের সাধক কবি কাজী হেয়াত মামুদের জন্ম-মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, ডা. ইউনুস আলী সরকার এমপি, রংপুরের বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত।

রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ছায়াদৎ হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, সহসভাপতি ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- মোনায়েম সরকার মানু, কবি পরিবারের অষ্টম বংশধর কাজী শর্মিলী আকতার, ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছালেক সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক প্রমুখ। এতেস্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম। আলোচনা সভায় কবির জীবনী ও সাহিত্য নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন রংপুর সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আতাহার আলী খান ও কথা সাহিত্যিক অ্যাড. এম এ বাশার টিপু।