বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদদৈনিকবার্তা-ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: দেশব্যাপী হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়ালো বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ হরতালের এই সময় বৃদ্ধির কথা জানান।আগের দুই সপ্তাহের মতোই বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ৭২ ঘণ্টা হরতালের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর বার্তা দেওয়া হয়েছে।মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো ওই বার্তায় বলা হয়, ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হল।গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসা বিএনপি ও শরিকরা ফেব্র“য়ারির শুরু থেকেই সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল করে আসছে।

গত দুই সপ্তাহেই প্রথমে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বাড়ানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।অজ্ঞাত স্থানে থাকা সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো এসব বার্তার নিচে তার নামের একটি স্বাক্ষর কেটে এনে বসানো থাকছে। তবে বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলছেন না।নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতায় প্রাণহানির পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।সরকারি ভাষ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত পেট্রোল বোমা ও ককটেল হামলায় নিহত হয়েছেন ৫৫ জন, আরও ৫৫৬ জন আহত হয়েছেন।এ সময় ৬৬৪টি যানবাহন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ৪১০টি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। ২৮টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে ২৫টি; নৌপথে ছয়টি।

গত ৩১ জানুয়ারি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনের নামে জোটের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে আসছে। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে সালাহ উদ্দিনকে প্রকাশ্যে দেখা যায়নি।পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে এর ফলে টানা তিন সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসেই হরতাল দিলো বিএনপির নেত্ত্বৃাধীন জোট।মঙ্গরবারের বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিপতিত। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চুড়ান্ত অপব্যবহারের এমন জঘন্য নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

বিবৃতিতে আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে তার দায় বিএনপি ও ২০ দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, অবৈধ শাসকশ্রেণী হয়ত অনুধাবন করতে পারছে না-চলমান গণআন্দোলন গ্রাম-বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রত্যেক নেতা-কর্মী আজ খালেদা জিয়ার চুড়ান্ত ত্যাগ স্বীকারের বার্তা পৌঁছে দিয়েছে কৃষাণীর উঠোন থেকে শুরু করে রাজধানীর গলিপথ পর্যন্ত।সরকারকে সতর্ক করে সালাহউদ্দিন বলেন, জিয়ার দল বিএনপি কোন ভুঁইফোড় সংগঠন নয়, তাকে আক্রান্ত করার নাটক অবিলম্বে বন্ধ করা না হলে বিএনপির সারাদেশের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না।তিনি বলেন, রাষ্ট্রীয় নৈরাজ্যের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের চুড়ান্ত পর্যায়ে জনগণ তাদের ব্যালটের অধিকার আদায় করবেই। জাগ্রত জনতার গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।