দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ৪২ তম দিন ও ৭২ ঘন্টা হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-গাইবান্ধায় বন্দুকযুদ্ধে ২ জন নিহত এবংএসব ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রোববার থেকে শুরু হওয়া হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার দেশের বিভিন্নস্থানে ধরপাকড় করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের টানা অবরোধের ৪২ তম দিন ও ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে দেশের বিভিন্নস্থানে পুলিশ ও যৌথবাহিনীর ধরপাকড় অব্যাহত রয়েছে। এদিকে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। হরতালের পাশাপাশি অবরোধও চলবে।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। আরো বলা হয়, সারাদেশের মতো ‘আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এর দায় বিএনপি ও ২০-দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চলছে।গত রোববার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। সেই ৭২ ঘণ্টা শেষ হওয়ায় আগেই হরতাল বাড়ানোর ঘোষণা দেয়া হল। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০০ জনকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ধরপাকড় নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে । আর রাজধানীতে নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।অন্যদিকে, অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রেমাতায়েন করা হয়েছে। সোমবার ভোর ৬টা েেথকে দেশ জুড়ে ২৪৭ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।
চলমান হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই এদেরকে আটক করা হয়।রাজধানীর বিভিন্ন মেসে পুলিশের অভিযান : সন্দেহভাজন নাশকতাকারীদের আটক করতে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকার বিভিন্ন ভবনের মেসে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বাড়ির মালিকদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।এসময় দুই জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে পুলিশের এ অভিযান চালানো হয়।কুড়িল বিশ্বরোড এলাকার নুরানী মসজিদ রোডের এক বাসিন্দা তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান ও বসুন্ধরাসহ আশপাশের এলাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস করে থাকেন। শিবির সন্দেহে সেইসব মেসে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় পুলিশের সঙ্গে বাড়ির মালিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছাত্রদের আটকের বিষয় পুলিশের কাছে বাড়ির মালিকরা ‘ গ্রেফতারি পরোয়ানা’ দেখতে চায়। কিন্তু পুলিশ কোনো পরোয়ানা না দেখাতে পারায় বাড়ির মালিকরা পুলিশকে জেরা করেন। বাড়ির মালিকদের দাবি, গ্রেফতারকৃত ছাত্ররা কোনো ধরনের নাশকতার সঙ্গে জড়িত নয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার হোসেন জানান, পেট্রলবোমা মারার অভিযোগে শিবিরের চিহ্নিত কিছু সন্ত্রাসী ধরতেই এ অভিযান চালানো হয়েছে। কোনো নিরীহ শিক্ষার্থী বা ছাত্রদের আটক করা হয়নি। এরকম কেউ থাকলে তাদের যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হবে।
তবে অভিযানকালে জামায়াত সমর্থিত কিছু ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি।রাজধানী: এদিকে, রাজধানীর শাহবাগে ককটেল বিস্ফোরণে এক শিক্ষিকাসহ অন্তত সাতজন আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিক্ষিকা সেলিনা বেগম (৩৫), আব্দুস সালাম (৩৫), মাফিয়া বেগম (৪৫), তাসমিন আক্তার (৩০), কামাল আকন্দ (৩৫), মবিন (৩০), ফারজানা (১৯)।এর মধ্যে সেলিনা বেগম এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি পাঁচজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) নিয়ে যাওয়া হয়েছে। হাইকোর্ট সংলগ্ন এলাকায় কদম ফোয়ারা ও পল্টনের কস্তুরি রেস্টুরেন্টের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কদম ফোয়ারার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করে একদল যুবক। এরমধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। আর একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়।এদিকে একই সময়ে পল্টনের কস্তুরি হোটেলের সামনেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ফোরণপররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন দুর্বৃত্ত দূর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে এ ঘটনায় কেউ হতাহত নেই।পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।পুরান ঢাকায় জজকোর্টের সামনে পরপর ৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জজকোর্টের ফটকের সামনে এ ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে। রাজধানীর রামপুরায় ওয়াপদা রোড এলাকা থেকে থেকে ৭টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে ককটেলগুলো উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পরিত্যাক্ত ভবনে ককটেলগুলো দেখে পুলিশকে খবর দেয় পুলিশ।এরপর পুলিশ গিয়ে ককটেলগুলো উদ্ধার করে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় তা নিস্ক্রিয় করে।
জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিআরটিসি বাসে (ঢাকা মেট্রো গ ১১-৫০১১) ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়ে পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে এ হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের সামনে একটি বিআরটিসি বাসে পরপর দুইটি ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। একটি ককটেল বাসের ভেতরে বিস্ফোরিত হয়। পাশেই আর একটি অবিম্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।ঝিনাইদহ:ঝিনাইদহের সদর উপজেলার চুটলিয়ামোড় এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রফি উদ্দিন ওরফে ছোট তারেক (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় র্যাব অস্ত্র, গুলি ও পেট্রোলবোমা উদ্ধার করেছে।র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ে স্কায়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, সোমবার রাতে বিষয়খালী বাজার এলাকা থেকে তারেককে আটক করা হয়। পরে মঙ্গলবার ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে চুটলিয়া মোড় এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা র্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালালে তারেক গুলিবিদ্ধ হন।
পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় র্যাবের ২ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি রিভলবার, ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবিরকর্মী মোস্তফা মঞ্জিল নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মোস্তফার কাছ থেকে এসময় ২টি পিস্তল, গুলি ও ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। সে পলাশবাড়ি এলাকায় বাসে আগুন দিয়ে ৫ জনকে হত্যার মূল হোতা বলেও জানা গেছে।দিনাজপুর: চিরিরবন্দর উপজেলার রানীবন্দর শাখা শিবির সভাপতি মতিয়ার রহমানকে ‘হত্যার’ প্রতিবাদে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। অপরদিকে দিনাজপুরে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলায় ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
মঙ্গলবার চিরিরবন্দরের রানীরবন্দরের দক্ষিণ নশরতপুর ফকিরপাড়া মাদরাসা মাঠে সকাল ১০টায় নিহত মতিয়ার রহমানের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ সময় বুধবার সকাল ৬ থেকে শুক্রবার সকাল ৬ পর্যন্ত রংপুর বিভাগে টানা ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতাল আহ্বান করে ইসলামী ছাত্রশিবির।
জানাজার আগে সমাবেশে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মতিউর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আগামী ২০ ফেব্র“য়ারি শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করা হয়।
অপরদিকে বিএনপি বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল আহ্বানের এ তথ্য জানানো হয়।এছাড়া শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরী সভাপতি আল আমীন হোসেন, দিনাজপুর শহর সভাপতি মতিউর রহমান, দিনাজপুর জেলা (উত্তর) সভাপতি ময়নুল ইসলাম, দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি আব্দুল হালিম এক যুক্ত বিবৃতিতে শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৭ ফেব্র“য়ারি শনিবার রাতে নশরতপুর ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান মতির বড় ভাই পল্লী চিকিৎসক মো. খোদা বখসকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-জামায়াতের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাণীরবন্দর বাজার। জামায়াতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। এ সময় পুলিশ ব্যাপক গুলি বর্ষণ করে। গুলিতে আহত হন মতিউর রহমান। পরে রাত ১০টায় পুলিশ তাকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পুলিশ হেফাজতে ঢাকায় স্থানান্তরিত করা হয়। রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে ৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা আশফাক বাদী হয়ে কোতোয়ালি থানায় জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুসহ ১৩ জনের নাম উল্লেখ করে ৩/৪শ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
সোমবার দুপুর ২টায় বিএনপি সভাপতি লুৎফর রহমান মিন্টু চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক সৈয়দ কামাল হোসেন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল চলাকালে গত ১১ ফেব্র“য়ারি চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম- মো. ইদ্রিস (১৭)।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।নগরীর বায়োজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় একটি প্লাস্টিকের দোকানের সেলসম্যানের কাজ করতেন পেকুয়ার বাসিন্দা মো. ইদ্রিস। চার ভাই, চার বোনের মধ্যে ইদ্রিস সবার ছোট।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে মারা যান ইদ্রিস।প্রসঙ্গত, গত ১১ ফেব্র“য়ারি রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর এলাকায় সিএনজি অটোরিকসাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় ইদ্রিসসহ পাঁচজন দগ্ধ হন। এদিকে, চট্টগ্রামে হরতাল-অবরোধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে জেলার চার উপজেলা থেকে বিএনপির-জামায়াতের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন বিএনপি, সাতজন জামায়াত ও চারজন শিবিরকর্মী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বলেন, ‘সোমবার দিন ও রাতভর চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, নগরীর বাকলিয়া থানা এলাকার সৈয়দ শাহ রোডের ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। সোমবার রাত ২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সরওয়ার কামাল (২১), শহিদুল ইসলাম (২১) ও মফিজুর রহমান রাসেল (২১)।বাকলিয়া থানার ওসি মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ শাহ রোডের ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ : ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জ এর অতিরিক্ত পরিচালক মো. মিন্নাত আলী মঙ্গলবার দুপুরে এক প্রেসনোটে জানিয়েছেন, সোমবার দিবাগত গভীর রাতে ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও বিজিবিসহ টাস্কফোর্স চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর ও দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন বিএনপি,জামায়াত ও শিবিরের দুষ্কৃতিকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে শ্রী উত্তম কুমার(১৯), মোঃ শামিম হোসেন(২৫), আব্দুল আজিজ (২৫), আহাদ আলী (২০), আজমাইল হোসেন (২০), আব্দুল হালিম (২০), আমিনুল ইসলাম (৮),জামাল উদ্দিন (১৯), রবিউল আউয়াল(১৫), আব্দুল কাদের (২০), শামিম (২১), ইদুল (১৫) ও ইউসুফ আলী (১৯)। আটককৃতদের প্রথমোক্ত শ্রী উত্তম কুমারের বাড়ী হরিপুর। তাব্যাতীত বাকী ১২ জনেরই বাড়ী দ্বারিয়াপুরে। সকলের থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। আটককৃত সন্ত্রাসীদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়েছে। এদিকে জেলা পুলিশ কন্ট্রোলরুম মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলাব্যাপী ৫ টি থানা এলাকায় নিয়মিত চলমান বিশেষ অভিযানে ২১ জনকে আটকের খবর নিশ্চিত করেছে। এর মধ্যে বিএনপি ও জামায়াত এর নেতা-কর্মী রয়েছে ৮ জন। বাকী ১৩ জন অনান্য নিয়মিত মামলার আসামী। আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নাটোর : টানা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব ও শাহিনের নেতৃত্বে । সকাল ৭টার দিকে শহরের আলাইপুর বিএনপি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের একতা মোড় ঘুরে আবারও বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়। হরতালে দূর পাল্লার বাস চলাচল না করলেও অটো রিকশা ও সিএন জি চলাচল করতে দেখা গেছে। হরতালে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালে শহরে বিপুল পরিমান বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
ফেনী :ফেনীতে ১০টি ককটেলসহ মোহাম্মদ নুর উদ্দিন নামে এক রিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ধোনসাদ্দাহ পাকা রাস্তার মাথা এলাকা থেকে ককটেলসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বালিগাঁও ইউনিয়নের ধোনসাদ্দাহ গ্রামে সকালে রিকশা থামাতে বললে রিকশার দুই যাত্রী পালিয়ে যায়। পরে রিকশার সিটের নিচে তল্লাশি চালিয়ে ১০টি ককটেল পাওয়া যায়। ককটেলগুলোসহ চালককে আটক করা হয়। আটক নুর উদ্দিন দাগনভূঞা উপজেলার বারাহীগুনী এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। ফেনী মডেল থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার : মৌলভীবাজারে পেট্রলবাহী দু’টি গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, সকালে পেট্রলবাহী দু’টি গাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাচ্ছিল। পথে কামালপুর বাজার এলাকায় ১৫/২০ জন হরতাল সমর্থকরা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
বগুড়া : ২০ দলীয় জোটের হরতালের শেষ দিনে বগুড়ায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।মঙ্গলবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় এঘটনা ঘটে।এদিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে এরুলিয়া কাফেলা কোল্ড স্টোরের পাশে একটি কাভার্ড ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় খুব বেশি ক্ষতি হয়নি বলে জানা গেছে।সদর থানার ওসি আবুল বাসার কাভার্ড ভ্যান ভাঙচুরের কথা স্বীকার করেছেন।
এদিকে, জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার পীলগাছা শাখা শিবিরের সভাপতি আরিফ বিল্লাহসহ ভাঙচুর ও নাশকতার মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
৭২ ঘন্টা হরতালের শেষ দিনে মঙ্গলবার সকালে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। সকাল ৮টার দিকে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরের উপশহর ওলীর বাজারে এবং সকাল ৯টায় সাবগ্রামে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। একই সময়ে শহরের ব্যস্ততম শেরপুর রোডে জামায়াত-শিবির কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। কিছু অটোরিকশা ও রিকশা চলাচল করছে। পুলিশ পাহারায় মহাসড়কে কিছু দূরপাল্লার যানবাহন চলতে দেখা গেছে।নিরাপত্তার কাজে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা ব্যাপক তৎপর রয়েছে।
রাগুনিয়া: চট্টগ্রামের রাগুনিয়ার লিচু বাগানের কাছে একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় চালকসহ তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।তারা হলেন, ট্রাক চালক আলী হোসেন ও চালকের সহকারী সেলিম। অপরজন হলেন শ্রমিক ঠিকাদার দুলাল মাঝি।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া এগারটার দিকে অগ্নিদগ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্র জানায়, চন্দ্রঘোনা লিচুবাগানের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা মারলে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকের আগুন নেভানো হয়েছে। জড়িতদের খোঁজে অভিযান শুরু হয়েছে।
সিলেট : সিলেটে পরিত্যাক্ত অবস্থায় ৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মালনীছড়া চা বাগান থেকে এ বোমাগুলো পরিত্যাক্ত অবস্থার উদ্ধার করা হয়। এসময় বোমার সাথে থাকা একটি ডলফিন দিয়াশলাই (ম্যাচ)ও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পেট্রলবোমাগুলো বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরীর মাধ্যমে হস্তান্তর করেছে র্যাব।র্যাবের একটি টহলদল এ পেট্রলবোমাগুলো উদ্ধার করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. জালাল উদ্দীন আহম্মদ।
খুলনা : খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাকারীসহ ২৪ ঘণ্টায় ৩১জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কেএমপি’র বিশেষ শাখার আতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী, শিবিরের ১কর্মী এবং অন্য ২৬ জন বিভিন্ন মামলার আসামি রয়েছে বলে জানান তিনি।যশোর : যশোরে বিএনপি ও জামায়াতের তিন কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।