দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ফেব্রুয়ারি: বুধবার (১৮ ফেব্র“য়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে মাইম আর্ট কমেডি মূকাভিনয় প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মাইম শিল্পী নিথর মাহবুব। উক্ত প্রদর্শনীর সংবাদ সংগ্রহ ও চিত্র ধারনের জন্যে আপনার পত্রিকা/ টিভি চ্যানেলের একজন রিপোর্টার ও একজন চিত্রগ্রাহক পাঠালে কৃতজ্ঞ থাকব।
‘যেমন কর্ম তেমন ফল’ মূলত একটি কমেডি প্রযোজনা। অনবধ্য হাসির এই প্রযোজনাটি ইতমধ্যে দর্শকদের মধ্রে অনেক প্রশংসা অর্জণ করেছে। হাস্যরসের মাধ্যমে এখানে তুলে আনা হয়েছে সমাজের বাস্তব চিত্র। বস্তুবাদের ভয়াল থাবায় সভ্যতা আজ ক্ষতবিক্ষত। ক্রমশ মানুষের মাঝে লোপ পাচ্ছে মানবীয় গুনাবলী। অভাব দেখা দিয়েছে নিরাপদ মানুষের। সমাজের পরতে পরতে আজ তাই নানা অসঙ্গতি বিরাজ করছে। মূকাভিনয় প্রযোজনা ‘যেমন কর্ম তেমল ফল’ এ দৈনন্দিন জীবনের এমনই কিছু ভুল-ক্রটি ও অসঙ্গতি তুলে আনা হয়েছে। ১৪টি পর্বে সাজানো সোয়া এক ঘন্টার এই প্রযোজনাটিতে অভিনয় শিল্পীরা নির্বাক অভিনয় করেছেন। এখানে ধর্ম , রাজনীতি, নারী নির্জাতন, ইভটিজিং, ভেজাল খাদ্য ইত্যাদি বিষয় উঠে এসেছে। মঞ্চে মূকাভিনয় করবেন, ফয়সাল, টুটুল, শুভ, অমরেশ, সবুজ ও মুনিয়া।