Untitled-1------

দৈনিকবার্তা-ফেনী, ১৭ ফেব্রুয়ারি: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকান্ডের চার্জশীটভূক্ত ৩০ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকান্ডের চার্জশিটভূক্ত ৩০ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। এবং একই আদেশে ৯ মার্চ মামলার পরবর্তী শুনানীর জন্য ধার্য করেন ।

ফেনী মডেল থানার তদন্তের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, ৩০ আসামীকে আদালত জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত ২০ মে শহরের একাডেমী এলাকায় প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে কুপিয়ে গুলি করে ও তাকে বহনকারী গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ২৮ আগষ্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামী করে এ মামলার চার্জশীট দেয়।