খন্দকার-মাহবুব-হোসেন-480x320

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার অত্যন্ত সূক্ষ্মভাবে খালেদা জিয়ার প্রাণনাশের প্রচেষ্টায় জীর্ণ পথ গ্রহণ করেছে। তিনি বলেন, খাবার প্রবেশে বাধা দিয়েং সরকার খালেদা জিয়াসহ অন্যদের মৌলিক অধিকার খর্ব করে প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে।খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবেই দেশে চরমপন্থার উত্থান হবে।তিনি অভিযোগ করে বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকারের দাবিতে আন্দোলনরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খাবার বন্ধের মাধ্যমে তার জীবননাশের প্রচেষ্টা চালানো হচ্ছে।সোমবার দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাঁধা দেয়ার ঘটনায় আমরা অবিলম্বে জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।তিনি আরো বলেন, পুলিশ প্রধান খাবার নিয়ে অসত্য বিবৃতি দিয়েছেন। আমরা মনে করি পুলিশ প্রধানের এ বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। এর মাধ্যমে পুরো বাহিনীকে হেয় করা হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার কার‌্যালয়ে খাবার প্রবেশ ও তার সঙ্গে নেতাকর্মীদের দেখা করার সুযোগ দেয়ার জন্য দাবি জানাচ্ছি।খন্দকার মাহবুব বলেন, দলীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকেও গুলশনা কার্যালয়ের গেট থেকে আটক করা হয়েছে। গত কয়েকদিন খাবার আটকে তাকে এবং তার সঙ্গে অবস্থানরতদের অভুক্ত রেখে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে।তার মতে, খাবার আটকানোর খবর সংবাদ মাধ্যমে আসলেও পুলিশ প্রধান অসত্য বিবৃতি দিয়ে বলছেন, খাবার প্রবেশে পুলিশ কোনো বাধা দিচ্ছে না। তার এই অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য জনসম্মুখে পুলিশ বাহিনীকে হেয় করেছে।আমরা মনে করি, সরকার অত্যন্ত সুক্ষ্মভাবে খালেদার জীবন নাশ করতে এই ঘৃন্য পথ গ্রহণ করেছে। তাই খাবার প্রবেশে বাধা বন্ধের দাবি জানাচ্ছি। যাতে রাজনৈতিক নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে পারে সেই গণতান্ত্রিক অধিকারের দাবি জানান খন্দকার মাহবুব।

তিনি বলেন, আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিক ভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম করে দেবে। এটা কোনো অবস্থায় আমাদের কাম্য হতে পারে না।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, অবিলম্বে গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে সব বাধা বন্ধের দাবি জানাচ্ছি। এ বিষয়ে জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি। অবাধে যাতে রাজনৈতিক নেতা-কর্মীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন, সে গণতান্ত্রিক অধিকারের দাবি জানাচ্ছি।খন্দকার মাহবুব বলেন, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থী উত্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কোনো অবস্থায়ই কারও কাম্য হতে পারে না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ।