bisc-release_11295

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের (বিআইএসসি) বিজ্ঞান মেলা’র (২০১৫) সমাপনী অনুষ্ঠান সোমবার ঢাকা সেনানিবাসের নিউ ডিওএইচএসস্থ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ মেজর জেনারেল মোঃ আবদুল কাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে মেডেল ও ক্রেষ্ট বিতরণ করেন।মেলায় বৈজ্ঞানিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করণ’ প্রকল্পটি শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে নির্বাচিত হয়। এ প্রকল্পটি ৬ষ্ঠ শ্রেণীর প্রোটন সেকশনের লুবাব সাদাফ বেনজীরের নেতৃত্বে আরও চার (৪) জন ছাত্র প্রণয়ন করে।

বিজ্ঞান মেলায় দু’জন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা বিভাগের ড.আবু বিন হাসান সুসান ও পদার্থবিদ্যা বিভাগের ড. ইশতিয়াক এম সায়ীদ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন।বিচারকবৃন্দ ৬৫ টি প্রকল্পের মাঝে তিনটি সেরা প্রকল্প নির্ধারণ করেন।মেলায় অংশগ্রহনকারী অধিকাংশ প্রকল্প মানব কল্যানে নিবেদিত ছিল, যাহা সাম্প্রতিক সময়ে গনমাধ্যমে গুরুত্ব পেয়েছে।রোববার স্থানীয় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ এই মেলার বিভিন্ন প্রকল্প প্রত্যক্ষ করেন।অনুষ্ঠানে বিআইএসসি’র পরিচালনা পর্যদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহ আলম চৌধুরী, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিআইএসসি’র অধ্যক্ষ কর্ণেল (অবঃ) মোঃ আনিসুর রহমান চৌধুরী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।