ফালু

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীকে (ফালু) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর হাকিম মাহবুবুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।রিমান্ড শেষে সোমবার (১৬ ফেব্র“য়ারি) দুপুরে ফালুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। নতুন করে কোনো রিমান্ডের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাহবুবুর রহমানের আদালত।গত ১ফেব্র“য়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন ২ ফেব্র“য়ারি থেকে আদালতের মাধ্যমে খিলগাঁও থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয় ডিবি। এ রিমান্ড শেষে ৭ ফেব্র“য়ারি থেকে বাড্ডা থানার গাড়ি ভাংচুর ও

অগ্নিসংযোগ মামলায় তিনদিন এবং সর্বশেষ ১১ ফেব্র“য়ারি থেকে মিরপুর থানার গাড়িতে ককটেল নিক্ষেপ করে যাত্রী হত্যাচেষ্টার মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।তিন দফা রিমান্ড শেষে তাঁকে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মোসাদ্দেক আলীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দুই আমলে কোনো মামলা হয়নি, তিনি আটকও হননি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে আটটি মামলা হয়। সে সময় ২০০৭ সালের ৪ ফেব্র“য়ারি ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ২২ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। সে সময় ত্রাণের টিন আত্মসাৎ মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল।