vvvv

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: যাত্রবাড়ী থানায় গাড়ি পুড়ানো একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মারুফহোসেনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ডেমরা জোনের এসআই মো. বশির আহমেদ আসামিকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।রিমান্ড আবেদেনে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঢাকা- ডেমরা রোডের মাতুয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২শ গজ আগে গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩১ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাই এ ঘটনায় পাঁচ লাখ টাকা ক্ষতির বিষয় উল্লেখ করা হয়।

রিমান্ড আবেদনে আরো বলা হয়, রিজভী তার দল ও জোটের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যমে, ফোনে ও সরাসরি দুষ্কৃতিকারীদেরকে বিভিন্ন নাশকতামূলক কাজে আর্থিক যোগান, বিভিন্ন উপাদান সংগ্রহ এবং কোথায় কিভাবে সহিংসতা সৃষ্টি করতে হবে তারও নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ে তথ্য উদঘাটন, এজাহার নামীয় আসামি, সন্ধিগ্ধ আসামিদের গ্রেপ্তার, নাশকতা কাজে অর্থ যোগানদাতাদের তথ্য ও পর্যবেক্ষণের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।উল্লেখ্য, একই থানার অপর একটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে রিজভী আহমেদকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী অনির্দিষ্ট কালের অবরোধের ডাক দেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দেন।তাইর প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার সময় ঢাকা- ডেমরা রোডে মাতুয়াইল এলাকায় গ্লোরি পরিবহনের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা ৩১ যাত্রী অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে মারা যান ১ জন এবং ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।রিমান্ড আবেদনে দাবি করা হয়, রিজভী তার কর্মপরিকল্পনায় জোটের পক্ষে বিভিন্ন প্রচারমাধ্যম, সংবাদ সম্মেলন, ফোনে ও সরাসরি দুস্কৃতিকারীদের নির্দেশ দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পায়।