Aborodh-10th-day_Final

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ ফেব্রুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা-হামলা নির্যাতন ও সরকারি এজেন্ট দিয়ে নাশকতা সৃষ্টির প্রতিবাদে লাগাতার অবরোধের মধ্যেই রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘন্টার হরতালের প্রথম দিন রোববার দিনাজপুরে পুলিশের শটগানের গুলিতে আহত এক শিবির কর্মীর মৃতু্য হয়েছে৷ নাশকতার আশংকায় রাজধানী, খুলনা ও চট্টগ্রাম দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক নেতাকমর্ীকে আটক করেছে পুলিশ৷অবরোধ-হরতালের মধ্যে বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে৷ এ সময় পুলিশের শটগানের গুলিতে আহত হয়েছেন এক শিবির কর্মী৷ তাকেসহ তিন জনকে আটক করেছে পুলিশ৷ রোববার সকাল সাড়ে ৮টার দিকে হামছায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি আলী আহমেদ হাসমী জানান৷ আটকরা হলেন- রানা (৩০), শুকুর আলী (৩৭) ও ওয়াজেদ আলী (৩৮)৷ এদের মধ্যে রানা শিবিরের এবং বাকিরা জামাতের কর্মী৷

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমী বলেন, জামাত-শিবির মহাসড়কে মিছিল করে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়৷ এ সময় তারা পুলিশের দিকে হাতবোমা ছোড়ে৷ পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

তিনি বলেন, শিবিরকর্মী রানার কোমরের নিচে গুলি লেগেছে৷ ঘটনাস্থল থেকেই রানাসহ বাকি দুই জামাতকর্মীকে আটক করা হয়েছে৷তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে৷ সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন৷ সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল করছে৷ সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস৷ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷

এদিকে, হরতাল-অবরোধ বন্ধের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢোকার প্রবেশপথজুড়ে অবস্থান নিয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা৷ সকালে বাড্ডা গালর্স হাইস্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্রী মানববন্ধন করে৷ এ সময় তারা ক্লাস-পরীক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানায়৷

পরে মানববন্ধন করে কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বলেন, হরতাল-অবরোধের কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে৷ তাই এ ধরনের কর্মসূচি প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করছে তারা৷এছাড়াও হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গুলশানে অবস্থান নেয় বিএনএফের নেতাকর্মীরা৷
এর আগে শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন৷

বিবতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেপ্তারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে৷

ঢাকা: রাজধানীর নয়াবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা৷ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা থেকে সদরঘাটগামী একটি বাস যাত্রী নিয়ে পুরান ঢাকার নয়াবাজারে পৌঁছলে তাতে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় দুবর্ৃত্তরা৷প্রত্যক্ষদর্শী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, বাসটি নয়াবাজার ক্রস করে রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় এসএ পরিবহনের কাউন্টারের কাছে আসতেই আগুন দেয় দুবর্ৃত্তরা৷

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, অগুন বাস থেকে পাশের বৈদু্যতিক লাইনে ধরে গেছে৷ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে৷ যান চলাচল বন্ধ৷ ঘটনাস্থলে পুলিশ এসেছে কিন্তু কাউকে আটক করতে পারেনি৷ অবশ্য এ ঘটনায় কেউ হতাহতও হয়নি৷ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁতীবাজার মোড়ে বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে৷ তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মাদ আলী৷ তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি৷

পরে বংশাল থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই আমানুল জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়েছে৷ তাই এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি৷ তবে অগি্নসংযোগকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি৷ এদিকে, শাহবাগ গণজাগরণ মঞ্চের সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবর্ৃত্তরা৷ এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রুহুল আমিন (২৮) আহত হন৷ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে৷ ব্লগার রাজীব হায়দার শোভনের প্রয়াণ দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে রোববার বিকেলে শাহবাগে আলোচনা সভার আয়োজন করে গণজাগরণ মঞ্চ৷ তাত্‍ক্ষণিকভাবে আহত রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত৷ ছাত্রদলের কেন্দ্রী কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক রজ্জব আলীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ৷ রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে৷

কোতোয়ালী থানার এসআই এরশাদ জানান, নবাববাড়ী পুকুরপাড়ের আইটিসি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়৷ তবে আটকের সময় তার কাছ থেকে অবৈধ কিছু পাওয়া যায়নি৷কিন্তু তার নামে কোতোয়ালী থানায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে গুলশান এক নম্বরে ডিসিসি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে৷ এসময় ঘটনাস্থল থেকে জরিনা আক্তার (৫০) নামে এক পঞ্চাশোর্ধ নারীকে আটক করে পুলিশ৷

গুলশান থানার এসআই আব্দুল বারেক তথ্যটি নিশ্চিত করে জানান, ওই নারী ২০ বছর ধরে এই মার্কেটে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন৷ রোববার দুপুরে তিনি ডিসিসি মার্কেটের সামনের একটি ফলের দোকানে একটি ব্যাগ রাখেন৷ এসময় ওই দোকানদার ব্যাগে ককটেল দেখতে পেয়ে সরিয়ে নিতে বলেন৷ পরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ এরমধ্যেই হঠাত্‍ করে ব্যাগে থাকা ককটেলটি বিস্ফোরণ ঘটে৷ এছাড়া বিমানবন্দর থানা জামায়াতের আমির মো. এনামুল হকসহ ৪ জামায়াত কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকার এনামুলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়৷ এ সময় তার বাড়ি থেকে ৮টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ৷ ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন৷এদিকে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রজব আলীকে আটক করেছে পুলিশ৷

দিনাজপুর: চিরিরবন্দরে শনিবার রাতে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির নেতা মতিউর রহমান মতি (২৮) ঢাকায় চিকিত্‍ধানী অবস্থায় মারা গেছেন৷ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মতিউরের মৃতু্য হয়েছে৷মতিউর রহমান চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং নশরতপুর দোহালা গ্রামের আব্দুর রহমানের ছেলে৷এদিকে, একই ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে৷

স্থানীয়রা জানায়, শনিবার রাত ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দরে যানবাহনে ভাঙচুর চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ এসময় চিরিরবন্দরের নশরতপুর ইউপির একাধিক মামলার আসামি খোদা বকসকে গ্রেপ্তার করে পুলিশ৷ এ নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মী-সমর্থকরা একত্রিত হয়ে পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে৷ এক পর্যায তারা পুলিশের কাছ থেকে খোদা বসককে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়৷ এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে৷ পুলিশ অবস্থা বেগতিক দেখে নিজেদের নিরাপত্তার জন্য রাবার বুলেট ছোড়ে৷ পরে কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ারশেল ছোড়ে৷সংঘর্ষে গুলিবিদ্ধ হন শিবির নেতা মতিউর৷ তাকে আহতাবস্থায় রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি হলে বিজিবি হেফাজতে ঢাকায় স্থানান্তরিত করা হয়৷

দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ চলছে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান৷

বগুড়া: বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে৷ এ সময় শিবিরকর্মীরা ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ৷রোববার ২০দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড়, হামছায়াপুর ও কাঠালতলা এলাকায় এ সব ঘটনা ঘটে৷

সংঘর্ষে রানা আহম্মেদ (২০) নামে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়৷ তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের খলিল প্রামাণিকের ছেলে৷পরে গুলিবিদ্ধ রানাসহ আরও দুই জামায়াতকর্মীকে আটক করে পুলিশ৷অন্য আটকরা হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শুকুর আলী (৩০) ও একইগ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ওয়াজেদ আলী (৩৫)৷

প্রত্যক্ষদর্শীরা জানান,রোববার সকাল থেকেই ২০ দলের ডাকা ৭২ ঘন্টার হরতালে শিবির নেতাকর্মীরা ওইসব স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করতে থাকে৷ এমনকি বেলা ৯টার দিকে শিবিরকর্মীরা হামছায়াপুর এলাকায় মহাসড়ক অবরোধ সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়৷ একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া৷

প্রথমে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়৷ পরে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশকে ধাওয়া দিলে আবারও দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়৷ এভাবে বেশ কয়েক দফা পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া চলে৷একপর্যায়ে শিবিরকর্মীদের ধাওয়া খেয়ে পুলিশ পিছু হটলে এইসব স্থানে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে শিবিরকর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে৷ এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে৷ এতে এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়৷ পরে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে গুলিবিদ্ধ রানাসহ আরও দুই জামায়াতকর্মীকে আটক করে৷

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, জামায়াত-শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চোরা গোপ্তাভাবে দুই তিনটি যানবাহন ভাঙচুর করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড শটগানের গুলি ছাড়ে৷ একইসঙ্গে নাশকতার কাজে জড়িত এক শিবিরকর্মী ও দুই জামায়াত কর্মীকে আটক করা হয়েছে৷বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন

এদিকে, বগুড়ায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৩৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ৷ রোববার দুপুরে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন৷

গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সুবাহান (৩৮), বগুড়া শহর যুবদলের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩০) ও শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে৷ গাজিউর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাংচুর, নাশকতা ও অগি্নসংযোগ মামলার ৯ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান গাজিউর রহমান৷

চট্টগ্রাম : নগরীর বায়োজিদ থানার আতুরার ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে৷ এতে গাড়ীটি আগুনে পুড়ে যাওয়ার খবর নিশ্চিত হলেও কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার হরতালের প্রথম দিন রোববার রাত সাতটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া৷তিনি বলেন, খবর পেয়ে বায়োজিদ স্টেশন থেকে দুটি গাড়ী পাঠানো হয়েছে৷ এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি৷এদিকে একই থানার শের শাহ এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের খবর পাওয়া গেছে৷

মিরসরাই : মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় একটি ট্রাকে দুবর্ৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় ট্রাকের সহকারী দগ্ধ হয়েছে৷ রোববার (১৫ ফেব্রম্নয়ারী) সকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়ক এলাকায় এই ঘটনা ঘটে৷ আহত ট্রাকের সহকারীর নাম নজরম্নল ইসলামকে (২০)৷ রোববার সকাল দশটার তাকের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ট্রাক চালকের উদ্ধৃতি দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বলেন, কুমিলস্না থেকে ভূষিবোঝাই করে চট্টগ্রাম আসার পথে বারইয়ারহাট-রামগড় সড়ক এলাকায় তাদের ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা৷পেট্রোল বোমায় নজরম্নলের দেহের ১২ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ণ ইউনিটের প্রধান ডা. মৃণাল কানত্মি দাশ৷মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ মসত্মাননগর হাসপাতালের দায়িত্বরত চিকিত্‍সক ডা. নুসরাত জাহান জানান, রবিবার সকাল ৬ টার সময় নজরুল ইসলাম (২০) নামে পেট্রোল বোমায় দগ্ধ এক ব্যক্তি চিকিত্‍সা নিয়েছেন৷ প্রাথমিক চিকিত্‍সা শেষে তিনি হাসপাতাল ছেড়ে চলে যান৷ এছাড়াও শনিবার রাতে উপজেলার বারইয়ারহাট উত্তর বাজারে একটি চয়েস বাসে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা৷ রবিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার মামা ফকিরের আসত্মানা রাসত্মার মাথায় ৮-১০ টি গাড়ি ভাংচুর করার খবর পাওয়া গেছে৷

ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপও গাড়ি ভাংচুরের বিষয়ে অবগত নন জানিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন৷ জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁডির ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, রবিবার সকালে বারইয়ারহাট-রামগড় সড়কে একটি ট্রাকে পেট্রোল বোমা নিৰেপের খবর শুনেছি৷ পেট্রোল বোমায় ট্রাকের সহকারী দগ্ধ হয়, ট্রাক চালক অক্ষত ছিল৷ পরবর্তীতে চালক ট্রাক নিয়ে রামগড় দিয়ে চট্টগ্রামের দিকে চলে যায়৷

পাবনা ঃ ২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধের নাশকতার আশংকায় ৫৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার আশংকায় ও বিভিন্ন মামলায় জেলার ১১ থানায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে৷ গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন বিএনপি, ৪ জন জামাত ও একজন শিবির কর্মি রয়েছে বলে পুলিশের বিশেষ শাখার কর্মকতর্া (ডিআইন ওয়ান) জানান৷ রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ সুত্র জানায়৷

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলা শিবির সেক্রেটারি গোলাম কিবরিয়াকে (২২) আটক করেছে পুলিশ৷ রোববার বিকেলে উপজেলার দরবস্ত বাজার থেকে তাকে আটক করা হয়৷ তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াগতি গ্রামের নুর উদ্দিনের ছেলে৷জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতাকর্মীরা দরবস্ত বাজারে জড়ো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গোলাম কিবরিয়াকে আটক করা হয়৷আটক ওই শিবির নেতার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান তিনি৷

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজি চালিত দু’টি অটোরিকশা ও একটি টেম্পো ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা৷ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার মান্দারী-দত্তপাড়া আঞ্চলিক সড়কের করইতোলা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি সমর্থিত সন্ত্রাসী লম্বা সুমনের নেতৃত্বে অস্ত্রধারী কয়েকজন যুবক ওই সড়কে অবস্থান নিয়ে দু’টি অটোরিকশা ও একটি টেম্পো ভাঙচুর করে৷ এ সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে৷লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন৷

গাজীপুর: চলমান হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতিসহ ১০ জনকে আটক করা হয়েছে৷শনিবার গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদশক সিরাজুল ইসলাম৷ আটককৃতদের মধ্যে শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতি মোঃ সজল মিয়া রয়েছেন৷এদিকে রোববার হরতাল চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে৷

নোয়াখালী: ২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের সমর্থনে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা৷রোববার সকাল ৮টার দিকে জেলা যুবদল নেতা আজিজুর রহমান নান্নু ও নুরুল আমিন মিলনের নেতৃত্বে চৌমুহনী বাজারের বড় পোল এলাকা থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়৷
এ সময় মিছিল থেকে যুবদল নেতাকর্মীরা ইট ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়৷এদিকে, একই সময়ে সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল হক কামাল, ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা৷

এছাড়াও, চাটখিলে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও পৌর মেয়র মোস্তফা কামালের নেতৃত্বে হরতাল অবরোধের সমর্থনে চাটখিল বাজারে বিক্ষোভ মিছিল করে ২০ দলের নেতাকর্মীরা৷
এদিকে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে৷জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন৷

রাজশাহী: রাজশাহীতে জেহাদি বইসহ তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ৷শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷আটককৃতরা হলেন- মহানগরীর শাহ মখদুম থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জফিরুল ইসলাম (৩৭), নওহাটা পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম বকুল (৫০) ও জামায়াতের রোকন আজিজুল হক ওরফে জঙ্গি আজিজুল (৫০)৷

আটকের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জেহাদি বই, জামায়াতের গোপন বৈঠকের নথি, চাঁদা আদায়ের রশিদ ও হিসাব সংক্রান্ত খাতা এবং রেজুলেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়৷
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জামায়াত নেতা মহিলা পলিটেকনিকের শিক্ষক জফিরুল ইসলামকে তার নওদাপাড়ার বাড়ি থেকে শনিবার মধ্যরাতে আটক করা হয়৷ এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বইসহ অন্যান্য সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়৷শিক্ষক জফিরুল সামপ্রতিককালে রাজশাহী মহানগরী ও এর পাশর্্ববর্তী এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে জানান ওসি মিজানুর৷

অপরদিকে, পবা উপজেলার নওহাটা পৌরসভার আমির রফিকুল ইসলাম বকুলকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে আটক করা হয়৷ এছাড়া জামায়াতের রোকন জঙ্গি আজিজুল আটক হয়েছেন শনিবার রাতে মহানগরীর গৌরহাঙ্গা এলাকা থেকে৷মহানগরীর শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমান আরো জানান, আটক তিন জামায়াত নেতাকে বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে৷ তবে আরও তথ্য উদ্ধারের জন্য তাদের বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হবে৷আটককৃতদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি মিজানুর৷