দৈনিকবার্তা-ঢাকা, ১৫ফেব্রুয়ারি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “আলোচনার মাধ্যমে দেশের সংকট নিরসনে কারও জয়-পরাজয়ের প্রশ্ন নেই। দেশের শান্তি ও সুস্থিতির জন্য যার সাথে প্রয়োজন তার সাথেই আলোচনা করুন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দুই নেত্রীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়ে তিনি বলেন, অবিলম্বে হরতাল অবরোধ প্রত্যাহার করুন- আলোচনায় বসুন। সমস্ত উগ্রতা ঝেড়ে ফেলে মানবতার পথে ফিরে আসুন। মানবতাহীন অসভ্যতায় বহু জাতি ধ্বংস হয়েছে। রক্তের দামে কেনা দেশটাকে জেদাজেদি করে ধ্বংস করবেন না। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়ার নিন্দা জানিয়ে বঙ্গবীর বলেন, “কোন অপরাধী, ফাঁসির আসমীকেও যতœ করে খাবার দিতে হয়। অথচ বাংলাদেশের একজন প্রধান নেত্রীর সাথে এরকম অমানবিক আচরণ কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।” তিনি বলেন, “শান্তির বার্তা নিয়ে যাওয়া আমার স্ত্রীর সাথে প্রধানমন্ত্রী নিজে দেখা করেননি, আবার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে দেননি। সভ্য সমাজে এসব চলতে পারে না।
এদিকে, দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবীতে মুক্তিযুদ্ধের কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম টানা ১৮ দিন অবস্থানশেষে শনিবার রাতে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে ঘুমিয়ে ছিলেন তিনি। এর মধ্যে রাত ২টার পর হঠাৎ বৃষ্টি নামলেও ফুটপাত ছেড়ে অন্য কোথাও যাননি তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীরাও তার সাথে অবস্থান করছিলেন।
অন্যদিকে, ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের নেতাকর্মীরা বঙ্গবীরের অবস্থান স্থলেই প্রতিদিন সন্ধ্যার পর প্রজেক্টরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে। নেতা-কর্মীরা দলের জন্য অনুদান ও দাবীর প্রতি সংহতি স্বাক্ষর সংগ্রহ করছেন। বিকেলে প্রতিদিনই চলছে আবৃত্তি, বাউল গান, গণসংগীত। আজ (রবিবার) বিকেলে স্ত্রী নাসরিন সিদ্দিকী, কন্যা কুঁড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী তার সাথে অবস্থান কর্মসূচীতে যোগ দেন। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুননবী সোহেল, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, যুগ্ম-আহবায়ক কাওসার জামান খান, সাইফুল ইসলাম শিমুল, রাসেল মোহাম্মদ ডালিম, সোহান, নয়ন, টিপু সুলতানসহ শতাধিক নেতা-কর্মী সারাদিন পালাক্রমে অবস্থান করছেন।