দৈনিকবার্তা-ফেনী, ১৫ ফেব্রুয়ারি: ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার দুপুরে তারা দুই জন ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায় , গত ৯ জানুয়ারি রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার (এস এসকে) সড়কে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে ফেনী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কলক্টর (এনডিসি) আবদুল কাদের মিয়া আহত হয়। ওই ঘটনায় জেলা বিএনপির ওই দুই নেতাতে আসামী করা হয়। দুই নেতা আবু তাহের ও জিয়া উদ্দিন মিষ্টার উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন লাভ করেন।
উচ্চ আদালতের আদেশে তারা দুইজন গতকাল দুপুরে নি¤œ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায় জেলা বিএনপির এ দুই শীর্ষ নেতা। ফেনীর মূখ্য বিচারিক হাকিম মো. মিজানুর রহমান ভূঞা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আদালতে উপস্থিত হওয়ার আগে বিএনপির এ দু’নেতা সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি আবদুল কাদের মিয়ার ওপর ককটেল হামলার সাথে কোন ভাবেই তারা জড়িত ছিলেননা। শুধুমাত্র রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পুলিশ তাদেরকে অন্যায়ভাবে এ মামলায় আসামী করেছে।