দৈনিকবার্তা-কলাপাড়া, ১৫ ফেব্রুয়ারি: পর্যটনপল্লী গঙ্গামতি যাওয়া-আসার একমাত্র সড়কটির এখন চরম বেহাল দশা। চাপলী বাজার থেকে গঙ্গামতি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটির দুই তৃতীয়াংশের সীলকোট উঠে গেছে। এখন যানবাহন নিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় আগত পর্যটক-দর্শনার্থীসহ সাধারণ মানুষকে। মাত্র ছয় বছর আগে নির্মাণ করা সড়কটির কাজ নি¤œমানের সামগ্রী দিয়ে করায় বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মানুষের অভিযোগ। ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান কেএম খালেকুজ্জামান জানান, সড়কটি আগামি বর্ষা মৌসুমের আগেই মেরামত করা দরকার।
কুয়াকাটায় আসা পর্যটক-দর্শনার্থী পর্যটনপল্লী গঙ্গামতি ভ্রমণে ভোলেন না। লাল কাকড়ার সৈকত হিসাবে আলাদা সুখ্যাতি রয়েছে গঙ্গামতির। সেখানে প্রতিদিন পর্যটকের পদচারণা থাকছে। তাই সড়কটি দ্রুতভাবে মেরামতের উদ্যোগ নেয়ার দাবি পর্যটকসহ সাধারণ মানুষের। নইলে বর্ষা মৌসুমে গাড়ি নিয়ে গঙ্গামতি সৈকতে যাওয়ার সুযোগ থাকবেনা বলে সকল মানুষের অভিমত। তবে সড়কটি দিয়ে হালচাষের বড় ট্রলি বালু নিয়ে চলাচল করায় বেশি ক্ষতি হয়েছে এমন দাবি স্থানীয় কতিপয় লোকজনের। এলজিইডি ডিপার্টমেন্টের উদ্যোগে নির্মাণ করা এ সড়কটি মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে কলাপাড়ার এলজিইডি অফিসসুত্রে জানা গেছে।