দৈনিকবার্তা-জাবি, ১৫ ফেব্রুয়ারি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, অগ্রসর হওয়ার জন্য নিজের ভেতর ভালোত্ব’ ধারন করতে হবে। পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে আগে ভালো মনের মানুষ হতে হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য এ কথা বলেন। উপাচার্য বলেন, পৃথিবী, মানুষ ও জীব-জগতের কল্যাণ সাধন করা জীববিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষার্থীদের ব্রত। তিনি আশা প্রকাশ করেন এ বিভাগের গ্রাজুয়েটগণ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার। বিভাগীয় সভাপতি ড. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় শিক্ষক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, ড. সত্য রঞ্জন সরকার প্রমুখ।