ঢাকা মহানগর দোকান মালিক সমিতি

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: বিএনপির ডাকা আগামী ৭২ ঘন্টার হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশের সমস্ত দোকান ও বাণিজ্য-বিতানসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।শনিবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক অচলাবস্থা, সংঘাত-সহিংসতা বা অবরোধ-হরতালের মতো কর্মসূচি পরিহার করার আহবান জানন এবং একই সাথে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের সমস্ত দোকান ও বাণিজ্য-বিতান সমূহকে যথাসময়ে খোলা রাখার আহবান জানিয়েছেন।

এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল, অবরোধে সিলেটে ৫ ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য সচিব নাজমুল হক শনিবার সংবাদ সম্মেলন এ কথা জানান। নগরীর একটি শপিংমলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান সহিংসতায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। তাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে। এ ধরণের সহিংস কর্মসূচি প্রত্যাহার না হলে তাদের পক্ষে ঘরে বসে থাকা সম্ভব নয়। প্রয়োজনে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিব সিকদার, আলাউদ্দিন আলো, আক্তার আহমদ সোহেল, যুগ্ম-সচিব আব্দুর রহমান রিপন।এছাড়া পরিষদ’র জেলা কমিটির উপদেষ্টা মতছির আলী, সাংগঠনিক সম্পাদক এইচ এম তফাদার রুহেল উপস্থিত ছিলেন।