বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক ৭২ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। শনিবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে প্রতিহিংসা ও বিদ্বেষমূলক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের শতকরা ৯০ ভাগ জনগণ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। প্রকৃত জনগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। সমগ্র জাতি আজ সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত প্রায়।

বিবৃতি বলা হয়, জনগণের প্রত্যাশা ছিল ইতোমধ্যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেবে। কিন্তু এ ধরনের কোনো লক্ষণ পরিলক্ষিত না হওয়ায় চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হবে।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয় বিবৃতিতে।গত দুই সপ্তাহেও একইভাবে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।গত ১১ ফেব্র“য়ারি সালাহ উদ্দিনের নামেই একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়, যাতে এসএসসি পরীক্ষার দিনগুলোর হরতাল প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়।

কিন্তু পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বলা হয়, ওই বিবৃতি বিএনপির নয়, সেটি ভুয়া ও বানোয়াট।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন। পরে পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হলেও এখনও গুলশানের ওই কার্যালয়ে রয়েছেন তিনি।নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে অবরোধের মধ্যেই প্রায় লাগাতার হরতালের ডাক দিয়ে বিবৃতি আসছে। এই পরিস্থিতিতে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।গত ৩১ জানুয়ারি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনের নামে জোটের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে আসছে। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে সালাহ উদ্দিনকে প্রকাশ্যে দেখা যায়নি।হরতালের বার্তার নিচে আগের মতোই সালাহ উদ্দিনের নামে একটি স্বাক্ষর কেটে এনে বসানো হয়েছে। বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা এই হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেননি।