দৈনিকবার্তা-গাজীপুর, ১৪ ফেব্রুয়ারি: গাজীপুরের টঙ্গীতে শনিবার দুটি পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে গার্মেন্টসের এক কর্মীসহ দুইজন নিহত হয়েছে।জিআরপি কমলাপুর থানার ওসি এম এ মজিদ জানান, শনিবার বিকাল ৪টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় রেল সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে এক গার্মেন্টস কর্মী মারা গেছে। নিহতের নাম এনামুল হক (৩২)। সে ঠাকুরগাঁওয়ের ফুর্তিবাড়ি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও একইদিন সকাল ৮টার দিকে টঙ্গীর মরকুন দক্ষিণপাড়া এলাকায় রেলপথ পার হবার সময় এক টোকাই নারী ঢাকাগামী তুরাগ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার বাম পা এবং ডান হাত কাটা পড়ে। নিহতের নাম শিল্পি (২৭)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার গোপালপুর গ্রামে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।