দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে শুক্রবার ফেনীর দাগনভুঁইয়ায় একটি ট্রাকে আগুন ও ২টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা৷ সকালে সাতক্ষীরার তালার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পেট্রোলবোমা উদ্ধার করে র্যা ব৷রাজধানী, নোয়াখালী ও দিনাজপুর থেকে দেড়শ জনকে আটক করেছে পুলিশ৷ এদের বেশিরভাগই বিএনপি জামাতের নেতাকর্মী৷সংঘর্ষ-সহিংসতায় প্রাণ হারানো মানুষের স্বজনদের আহাজারি আর হাসপাতালগুলোর বার্ন ইউনিটজুড়ে পোড়া মানুষের আকুতিও টলাতে পারছে না রাজনৈতিক দলগুলোকে৷ গত ৩৯ দিনে বিএনপি-জামায়াত জোটের সহিংসতায় প্রাণ গেছে ৮৭ জনের৷ পেট্রোল বোমা আর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে দেশের হাসপাতালগুলোর বার্ন ইউনিটে ভর্তি রয়েছে সোয়াশ’রও বেশি মানুষ৷ গাড়ি ভাঙচুর-অগি্নসংযোগ আর অন্যান্য নাশকতায় পুরো দেশ আতঙ্কপুরীতে পরিণত হয়েছে৷
২০১৪ সালের ৫ জানুয়ারির আলোচিত নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের সরকার গঠনের প্রথম বার্ষিকীতে গত ৫ জানুয়ারি বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত৷ নাশকতার আশঙ্কায় সমাবেশের অনুমতি না মেলায় নিজের রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়ে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷ সেই অবরোধের ৩৯তম দিন শুক্রবার ৷এই ৩৯ দিনে দফায় দফায় হরতালও পালন করেছে ২০ দল৷ সবশেষ গত দু’সপ্তাহের কার্যদিবসগুলোতে টানা হরতাল পালন করে বিরোধী জোটটি৷
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি-জামায়াত জোটের এ দফার সহিংস কর্মসূচিতে প্রাণ গেছে ৮৭ জনের৷ এর মধ্যে কেবল পেট্রোল বোমা আর গাড়িতে আগুনেই পুড়ে মরেছেন ৫২ জন৷ আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ প্রতিপক্ষের সঙ্গে বিএনপি-জামায়াত জোটের কর্মীদের সংঘর্ষে প্রাণ গেছে ১৩ জনের৷ এছাড়া, অন্যান্য সহিংসতায় নিহত হয়েছে আরও ২২ জন৷
এদিকে, রাতে রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলায় বাসের হেলপার ও একযাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন৷ আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷ধানমন্ডিতে সিএনজি চালিত অটোরিকশায় ককটেল হামলায় আহত হয়েছেন তিনজন৷ যাত্রাবাড়িতে বাসে আগুন দেয়ার সময় পুলিশের গুলিতে এক দুর্বৃত্ত আহত হয়েছে৷গত বুধবার থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খাবার ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি৷
এদিকে, এসএসসি পরীক্ষা এবং চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ দেশজুড়ে ৩৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে৷তথ্যটি নিশ্চিত করেন বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা৷
তিনি জানান,শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকাসহ সারাদেশে ২৪ ঘন্টার জন্য ৩৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷ এর মধ্যে শুধু এসএসসি পরিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাকাতেই থাকছে ১৬ প্লাটুন বিজিবি৷ এছাড়া ঢাকার বাইরে এসএসসি পরিক্ষার্থীদের নিরাপত্তায় থাকবে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য৷
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ৮৯ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তায় ৯৩ প্লাটুন বিজিবি দেশজুড়ে মোতায়ন করা হয়েছে৷ পাশাপাশি আরো ৬৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি৷
গাজীপুর: গাজীপুর পল্লী বিদু্যতের জোনাল অফিসে (উত্তর ছায়াবীথি) পেট্রোল বোমা মেরে ৫০টি মিটার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা৷ বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় পেট্রোল বোম ছুড়া হয় বলে ধারণা করেছেন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রৌকশলী নূর মোহাম্মদ৷রাতে অফিসে কোনো লোক না থানায় বিষয়টি টের পাইনি৷ শুক্রবার) সকালে অফিসে গিয়ে এ অবস্থা লক্ষ্য করা যায়৷ নূর মোহাম্মদ বলেন, অফিসের বারান্দায় অকেজো অবস্থায় ৫০টি মিটার রাখা ছিলো৷ বারান্দায় বোমাটি বিস্ফোরিত হওয়ায় মিটারগুলো পুড়ে যায়৷ রাতের যে কোনো এক সময় দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রোল বোমা ছুড়ে মারে বলে ধারণা করেন তিনি৷ তবে অফিসের বারান্দায় বোমার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি৷
এদিকে, গাজীপুরের শিববাড়ি মোড়ে বাসে পেট্রোলবোমা ছুঁড়তে গিয়ে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন৷ গুরুতর অবস্থায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ সময় পুলিশ তাদের কাছ থেকে দুটি পেট্রোলবোমা উদ্ধার করে৷ শুক্রবার বিকেল ৩টার দিকে গাজীপুর শহরের শিববাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে৷ গুলিবিদ্ধরা হলেন- রুমান এবং নাসির উদ্দিন৷ তারা দু’জন ছাত্রদল ও যুবদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ৷পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে শিববাড়ি মোড় এলাকায় একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের চেষ্টা করে দুবর্ৃত্তরা৷ বিষয়টি টের পেয়ে পুলিশ গুলি ছুঁড়লে দু’জন গুলিবিদ্ধ হন৷ এ সময় তাদের কাছ থেকে দু’টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়৷ পরে গুরুতর অবস্থায় ওই দু’জনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের ঢাকার পগু হাসপাতালে স্থানান্তর করেন৷
গুলিবিদ্ধ রুমান ও নাসির উদ্দিন ছাত্রদল এবং যুবদলের কর্মী বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা৷শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক আব্দুস সালাম সরকার জানান, নাসির ও রুমানের হাটুর নীচে গুরুতর জখম রয়েছে৷ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য তাদের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানার খাজারোড কোদালঘাটা এলাকায় পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পেট্রোল বোমা ও সাতটি ককটেল উদ্ধার করেছে র্যাব৷ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব চান্দগাঁও জোনের অধিনায়ক মেজর জাহাঙ্গীর৷শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাজা রোড কোদালঘাটা এলাকার একটি পুকুর পাড় থেকে পলিথিনের ব্যাগের ভেতর থেকে পাঁচটি তাজা পেট্রোল বোমা ও সাতটি ককটেল উদ্ধার করা হয়৷ তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি৷ এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি জিডি করা হয়েছে এবং উদ্ধারকৃত বোমাগুলো পুলিশকে হস্থান্তর করা হয়েছে৷
রংপুর: জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যনত্ম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷ রংপুরের জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিএনপির ১২ জন ও জামায়াত-শিবিরের ৩ জন, পীরগাছা থানা পুলিশ বিএনপির ১ জন ও জামায়াত-শিবিরের ৩ জন এবং পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের ১ জনকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে৷ তাদের পুলিশ হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ৷ এদিকে, রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রম্নম অপারেটর মো. নুর ইসলাম জানান, জেলা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে বিভিন্ন অপরাধ ও মামলায় জরিত সন্দেহে গ্রেফতার করা হয়েছে৷
ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার ত্রীবেনী গ্রামে অভিযান চালিয়ে ১০টি ককটেল, দু’টি শুটারগান ও একটি চাপাতি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা৷ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়৷র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, শৈলকুপা উপজেলার ত্রীবেনি গ্রামের মেছা বাজারে দুবর্ৃত্তদের অবস্থানের খবর পেয়ে ভোরে র্যাব সদস্যরা বাজারটি ঘিরে ফেলে৷ র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷ এ সময় বাজারের একটি ভবনে তল্লাশি চালিয়ে র্যাব ১০টি ককটেল, দু’টি শুটারগান ও একটি চাপাতি উদ্ধার করে৷ এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে৷
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি৷ শুক্রবার সকাল ৭টার দিকে শহরের চাকলাপাড়া থেকে জেলা বিএনপির ব্যানারে ঝিনাইদহ-যশোর মহাসড়কে মিছিল করে তারা৷ এদিকে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে৷ আটকদের মধ্যে বিএনপির ১ ও জামায়াতের ১ কর্মী রয়েছেন৷
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার অভিযোগে জেলার মহেশপুর ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে ২ জনকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগ রয়েছে৷এছাড়া অবরোধে জেলার গণপরিবহণে কিছুটা প্রভাব পড়লেও স্বাভাবিক রয়েছে ট্রাক চলাচল৷ এছাড়া সকাল থেকে জেলার কোনো প্রকার নাশকতা খবর পাওয়া যায়নি৷ যে কোনো নাশকতা এড়াতে গুরুত্বপুর্ণ স্থানগুলোতে কঠোর পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গেছে৷
চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৩৯তম দিনে সোনামসজিদ স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় আজ শুক্রবার ছেড়ে গেছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে৷ ট্রাক পারাপারের সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা, পিটিআই মোড়, বিশ্বরোড মোড়সহ বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়৷ সকালে স্থলবন্দরে শতাধিক খালি ট্রাকও প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় জেলা প্রশাসনের এনডিসি রামকৃষন বর্মন জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যনত্ম ২ দফায় ৪’শ ৬২ টি বিভিন্ন পন্যবাহী ট্রাক ছেড়ে যায় সোনামসজিদ স্থলবন্দর থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রাক ছেড়ে যায় প্রায় অর্ধশতাধিক৷ অবরোধে আনত্ম:জেলা রুটে বেশকিছু বাস চলাচল করছে এবং অসংখ্য ছোট ছোট যানবাহনও চলাচল করছে৷ দুরপালস্নার বাসও ছেড়ে যায় বেশকিছু৷ ট্রেন চলাচল স্বাভাবিক৷ জেলায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ জেলায় পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার সকাল পর্যনত্ম গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে৷ গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন বিএনপি-জামায়াত কর্মী এবং বাকি ১৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ কন্ট্রোলরুম৷
নীলফামারী : অবরোধ আর হরতালে নাশকতার শিকার যানজাহন চলাচল নিরাপদ করতে সৈয়দপুরে সহাসড়কে ঝুঁকিপূর্ণ ৮টি পয়েন্টে আনসার মোতায়েন করা হয়েছে৷ এসব আনসার সদস্যরা পালাক্রমে সড়কের ২০০ মিটার পথ চহল দিয়ে পাহারা দিচ্ছেন৷ পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর-রংপুর, দিনাজপুর, পার্কতীপুর, নীলফামারী মহাসড়কের সৈয়দপুর সীমানার বাইপাস সড়ক, চৌমহনী, ওয়াপদা, চিকলী, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এসব আনসার মোতায়েন করা হয়েছে৷ চিহৃিত পয়েন্টে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আনসার সদস্য৷ লাঠি- বাঁশি হাতে আনসার সদস্যরা সড়ক সংলগ্ন এলাকায় দিনেরাতে পাহারা দিচ্ছেন৷ এদিকে নীলফামালী সদরের নারী ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী আরিফা সুলতানা লাভলীর গাড়ি ভাংচুর মামলায় গ্রেফতারকৃত দু’কর্মীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷ গত রোববার রাতে ওই মহিলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলার ঘটনায় বিএনপি কর্মী বকসাপাড়ার হাফিজুর রহমান হাফিজ ও শ্রমিক দলের সদস্য নূর ইসলাম ওরফে ময়নুল কে গ্রেফতার করে পুলিশ৷ আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে৷
ফেনী :ফেনীর দাগনভূঞায় সততা ফিলিং ষ্টেশন নামে একটি পেট্রোল পাম্পে হামলা, ভাংচুর ও ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে৷ গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় ফেনী-নোয়াখালী সড়কের বাঁধের গোড়া এলাকায় ঘটনা ঘটে৷সততা ফিলিং ষ্টেশনের মালিক উত্তম কুমার জানান, ভোর সাড়ে ৪টায় ১০-১৫ জনের মুখোশদারী একদল দূর্বত্ত পাম্পে হামলা ও বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে পাম্পের ৫টি মেশিনসহ অফিস কৰে ব্যাপক ভাংচুর চালায়৷ পাম্পে দাঁড়ানো থাকা বরকত পরিবহনের একটি ট্রাকে আগুন ও দুটি তেলের গাড়িসহ ৪টি গাড়ি ভাংচুর করে৷ আগুনে ট্রাকের সামনের অংশ সম্পূর্ন পুড়ে যায়৷ এতে প্রায় ২০ লাখ টাকার ৰতি হয়েছে বলেও তিনি জানান৷
খবর পেয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সলের নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে৷দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল হামলা ঘটনা নিশ্চিত করেছেন৷
সিলেট: চলমান সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এবার তালিকা নিয়ে চিরুনি অভিযানে নামছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)৷ আগামী দুয়েকদিনের মধ্যেই এ অভিযান শুরু হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে৷চিরুনি অভিযান চালানোর জন্য ইতোমধ্যেই যাচাইবাছাই করে একটি তালিকা তৈরি করা হয়েছে৷ এই তালিকায় কারা আছেন, কতো জন আছেন, তা কনফিডেনসিয়াল হওয়ায় জানাতে অপরাগ এসএমপির ঊধর্্বতন কর্তাব্যক্তিরা৷
সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানায়, গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট টানা অবরোধ চালিয়ে আসছে৷ এর মধ্যে তারা হরতালেরও আহ্বান করছে৷ এই রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে সারাদেশের মতো সিলেটেও সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা চালানো হচ্ছে৷ চলমান আন্দোলনে শুধুমাত্র সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত এলাকাগুলোতে ৩০টির বেশি যানবাহনে অগি্নসংযোগের ঘটনা ঘটেছে৷ পেট্রোলবোমা ছুঁড়ে এসব যানবাহনে অগি্নসংযোগ করা হয়েছে৷এছাড়া প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ছড়ানো হচ্ছে আতঙ্ক৷ তাছাড়া মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে যানবাহন ভাঙচুরের ঘটনাও এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে৷সূত্র জানায়, এসব নাশকতা, নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত, তাদেরকে ধরতেই ‘কনফিডেনশিয়াল লিস্ট’ চিরুনি অভিযানে নামা হচ্ছে৷ সিলেট মহানগর পুলিশের ছয়টি থানা পুলিশ একযোগে এই চিরুনি অভিযান চালাবে৷ চিরুনি অভিযান সফল করার লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্নভাবে যাচাইবাছাই করে তালিকা প্রণয়ন করা হয়েছে৷ এই তালিকা ধরে নাশকতাকারী ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হবে৷
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট৷ লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান চুট্টোকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে তারা৷শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন৷এর আগে, বুধবার রাতে লক্ষ্মীপুর শহরের শাখারিপাড়া এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান চুট্টোকে গ্রেফতার করে পুলিশ৷
ময়মনসিংহ: ময়মনসিংহে শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার (১২ পেব্রুয়ারি) দিনগত রাতে শহরের দিঘারকান্দা এলাকার জামায়াত-শিবির পরিচালিত আল মানার এতিমখানা ও মাদরাসার মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়৷কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
আটককৃতরা হলেন ঈশ্বরগঞ্জের রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম, সদর উপজেলার সুহিলা গ্রামের ইদ্রিস আলীর পুত্র আব্দুল করিম ও ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের পুত্র আলম মিয়া৷কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়৷
নোয়াখালী: চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়৷আটক ৬ কর্মীদের মধ্যে বিএনপির পাঁচজন ও শিবিরের একজন কর্মীর রয়েছে বলে জানা গেছে৷ তবে তাদের নামপরিচয় জানা যায়নি৷নোয়াখালী পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন৷
খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় বাসে পেট্রোল ঢেলে অগি্নসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে৷এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনাসহ ৫৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে৷শুক্রবার সন্ধ্যায় ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ফুলতলা থানায় মামলা করা হয়েছে৷
ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে আসামি করে মামলাটি করেন৷ এই মামলায় এরই মধ্যে ইউপি সদস্য আখতার হোসেনসহ সাত জনকে আটক করেছে পুলিশ৷বৃহস্পতিবার রাতে ফুলতলার দামোদর প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা৷ ওইদিন গভীর রাতে মামলাটি হলেও জানা যায় শুক্রবার সন্ধ্যায়৷
তালা (সাতক্ষীরা): নাশকতার মামলায় সাতক্ষীরার তালা উপজেলার জামায়াতের চারকর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতার ব্যক্তিরা হলেন- তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহম্মেদ খানের ছেলে ফরহাদ খান (৩৮), হরিহরনগর গ্রামের করিম শেখের ছেলে মকবুল শেখ (৪২), মাগুরা গ্রামের গোলাম রসুল (৪৫), অভয়তলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে আবু সাইদ (৩৫) ও মাছিয়াড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আয়ুব আলী (২৭)৷তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ও উপজেলাধীন পাটকেলঘাটা থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷
নড়াইল: নড়াইলে বিশেষ অভিযানে বিএনপি কর্মীসহ বিভিন্ন মামলার অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পযনর্্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷আটক বিএনপি কর্মী সাইফুল ইসলামের বাড়ি নড়াইল সদরের পেড়োলী গ্রামের পরশ মিয়ার ছেলে৷ নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা যায়, নড়াইল সদরের পাঁচজন, লোহাগড়া তিনজন, কালিয়া পাঁচজন ও নড়াগাতি থেকে তিনজনকে আটক করে পুলিশ৷নড়াইল পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷