দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ১৩ ফেব্রুয়ারি: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সদর উপজেলার চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধরা র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য বলে দাবি পুলিশের।
গুলিবিদ্ধ আহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের জাফরের ছেলে মো. শাহেদ (২৪), একই এলাকার আবু তাহেরের ছেলে ইমন হোসেন (২৫) ও আবুল খায়েরের ছেলে মো. সোহেল (২৪)। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়েদ কাউসার জানান, রাতে চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের ২ নম্বর ব্রিজ এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন জন গুলিবিদ্ধ হন।