-ডুবি-e1410185284411

দৈনিকবার্তা-পাথরঘাটা, ১৩ ফেব্রুয়ারি: বরগুনার পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিন পূর্বদিকে বিশখালী ও পায়রা নদী মোহনায় এফবি খাদিজা নামের একটি ট্রলার ১৪০ জন যাত্রী নিয়ে ডুবে গেলে জয়নাল (৬০) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নাইম নামের শিশুসহ ৪জন যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার বেলা ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। অন্যান্য যাত্রীদের পাথরঘাটার এমএল কুয়াকাটা নামের একটি লঞ্চে উদ্ধার করেছে। যাত্রীদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার কুয়াকাটার আলীপুর গ্রামে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ফোরকার মিয়া ও ছগির মিয়া জানান, সকাল নটার সময় মহিপুর এলাকার কাদের হাজীর মালিকানাধীন এফবি খাদিজা নামের ট্রলারটি আলীপুর ফেরীঘাট থেকে বরগুনার পাথরঘাটা চলাভাংঙ্গা দরবার শরীফের বাৎসরিক মাহফিলের উদ্যেশ্যে রওনা দেয়। পরে বিশখালী ও পায়রা নদীর মোহনায় এলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ঢেউ এর তোরে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারের জন্য পাথরঘাটা ষ্টেশনের কোষ্টগার্ড বাহিনী কাজ করছে।